আলোচনায় ৩ সিরিজ ও ২ সিনেমা, দেখে নিতে পারেন

পছন্দের সিনেমাগুলো নিয়ে জানতে দর্শকেরা সবার আগে ঢুঁ মারেন আইএমডিবিতে। এটি অনলাইনভিত্তিক ইন্টারনেট মুভি ডেটাবেজ। মুহূর্তেই যেকোনো সিনেমা সম্পর্কে ধারণা পাওয়া যায়। কোন সিনেমা, সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ বেশি, সেই ডেটাবেজ দিয়ে তৈরি হয় ফ্যান ফেবারিট বা দর্শকদের পছন্দের সিনেমার তালিকা। সেই তালিকার শীর্ষ ৫–এ রয়েছে ২ সিনেমা ও তিনটি টেলিভিশন সিরিজ, দেখে নিতে পারেন।

১৬ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘দ্য রিপ’ সিনেমা। ক্রাইম ড্রামা ঘরানার এই সিনেমাটি রেটিং ৬.৯। মায়ামিতে পুলিশের অভিযানকে কেন্দ্র করেই এই সিনেমার গল্প। এটি ঘিরেই দর্শকদের আগ্রহ সবচেয়ে বেশি।
ছবি: আইএমডিবি
১৫ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিরিজ ‘আগাথা ক্রিস্টিস সেভেন ডায়ালস’ মুক্তি পায়। সিরিজটির রেটিং ৬.২। সিরিজে উঠে এসেছে ১৯২৫ সালের একটি খুনের ঘটনা। এটি আলোচনায় ২ নম্বরে রয়েছে।
নেটফ্লিক্সের আরেক সিরিজ ‘হিজ অ্যান্ড হেয়ারস’ আলোচনায় তিন নম্বরে রয়েছে। এই সিরিজের রেটিং ৭.২। এটাও মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা। একজন সাংবাদিক নিজেই যায় একটি খুনের ঘটনার তদন্ত অনুসন্ধান করতে। এর পরেই ঘটে অদ্ভুত সব ঘটনা।
দীর্ঘ সময় ধরে আলোচনায় রয়েছে সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’। সিরিজটির রেটিং ৮.৬। আইএমডিবির দর্শকদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে। সিরিজটি পছন্দের অন্যতম কারণ এর গল্প। আশির দশকের ‘ডানজিয়নস অ্যান্ড ড্রাগনস’-প্রেমী কিশোরেরা হঠাৎ করেই নিজেদের শহরের পাশে এক ভয়ংকর অন্ধকার জগতের গল্প ঘিরেই এটি এগিয়ে যায়।
এক সপ্তাহ আগে মুক্তি পেয়েছে ‘টুয়েন্টিএইট ইয়ারস লেটার: দ্য বোন টেম্পল’ সিনেমা। সাইকোলজিক্যাল ও মনস্টার হরর ঘরানার এই সিনেমাটির রেটিং ৭.৮। একজন চিকিৎসকের ভিন্ন এক আবিষ্কারের গল্প ঘিরেই এই সিনেমা। যে আবিষ্কারের পরে সে বিশ্বকে বদলে দিতে চায়।