ক্যামেরন ডিয়াজ। রয়টার্স
ক্যামেরন ডিয়াজ। রয়টার্স

১০ বছর পর ডিয়াজ, ‘চার্লি’স অ্যাঞ্জেলস’ অভিনেত্রীর ফেরাটা জমল কি

নেটফ্লিক্সে গত শুক্রবার রাতে মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিনেমা ‘ব্যাক ইন অ্যাকশন’। এতে অভিনয়ে ক্যামেরন ডিয়াজ ও জেমি ফক্স। সিনেমাটি দিয়ে ১০ বছর পর অভিনয়ে ফিরলেন অভিনেত্রী। ২০১৪ সালে ‘অ্যানি’ সিনেমার পর হলিউড থেকে বিরতি নিয়েছিলেন তিনি। এই দীর্ঘ সময় পরিবারকে কেন্দ্র করেই ছিল তাঁর সব ব্যস্ততা। কিন্তু তাঁর ফেরাটা জমল কি?

এক দশক বিরতির পর ‘ব্যাক ইন অ্যাকশন’–এ অভিনয় করলেও এখন থেকে নিয়মিত ক্যামেরার সামনে আসবেন কি না, নিশ্চিত নন ক্যামেরন ডিয়াজ।

‘ব্যাক ইন অ্যাকশন’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

এম্পায়ার ম্যাগাজিনকে তিনি জানান, আর কখনো সিনেমায় অভিনয় না করার অধিকার যেমন তাঁর রয়েছে, তেমনি ভবিষ্যতে যেকোনো প্রস্তাবে হ্যাঁ বলার অধিকারও রয়েছে। নিয়মিত অভিনয়ের বিষয়ে এখনো ভাবছেন না তিনি।

ক্যামেরন ডিয়াজ বলেন, ‘আর কোনো সিনেমায় অভিনয় করব, এমন ভাবনা ছিল না। আমি নিজের জীবন নিয়ে ভালো আছি। এর মধ্যে একদিন জেমি ফক্স ফোন করে আমাকে। তাকে না বলার ক্ষমতা আমার ছিল না। কারণ, ইন্ডাস্ট্রিতে যদি এমন কোনো অভিনেতা থাকে, যার সঙ্গে আমি স্বাচ্ছন্দ্যে মাসের পর মাস সেটে হেসেখেলে কাটাতে পারি; সে জেমি ফক্স।’ উল্লেখ্য, বিরতির আগে ডিয়াজের সর্বশেষ সিনেমা ‘অ্যানি’ও ছিল জেমির সঙ্গে।

‘ব্যাক ইন অ্যাকশন’ সিনেমায় ডিয়াজ অভিনয় করেছেন এমিলি চরিত্রে। ফক্সের চরিত্রের নাম ম্যাট।

‘ব্যাক ইন অ্যাকশন’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

দুজনই সিআইএর সাবেক গুপ্তচর। মুক্তির পর সিনেমাটি সমালোচকদের মন ভারাতে পারেনি। রটেন টমাটোজে মাত্র ২৪ শতাংশ সমালোচনা ইতিবাচক, অন্যদিকে মেটাক্রিটিকে ছবিটির স্কোর ১০-এ ৪.৫।

চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণামধ্যম ভ্যারাইটি সিনেমাটিকে ‘গড়পড়তা’ বলেছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানও বলেছে সিনেমাটি ‘সাধারণ মানের’। ৫-এ ৩ দিয়েছে গণমাধ্যমটি।
বলা যায়, প্রত্যাবর্তনটা ঠিক মনে রাখার মতো হলো না ‘চার্লি’স অ্যাঞ্জেলস’ অভিনেত্রীর।