কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যোগ হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে আসতে যাওয়া নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।
‘বান্ধবী’ বাংলা ভাষায় এনেছে চরকি
ছবি : চরকির সৌজন্যে

বান্ধবী
ধরন: সিনেমা
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: ২৫ আগস্ট
‘বান্ধবী’ নামে দক্ষিণ কোরিয়ার একটি সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছিলেন বাংলাদেশি অভিনয়শিল্পী মাহবুব আলম; যিনি কোরিয়ান ‘মাহবুব লী’ নামে পরিচিত। ২০o৯ সালে মুক্তিপ্রাপ্ত সিন দং ইল পরিচালিত এ সিনেমায় করিম নামে এক চরিত্রে দেখা গেছে। বাংলাভাষী দর্শকদের কথা বিবেচনা করে বাংলা ভাষায় সিনেমাটি এনেছে চরকি। গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সিনেমাটি। মাহবুব ছাড়াও এতে আছেন জিন হি ব্যায়েক, হুক কিয়ুন পার্ক প্রমুখ।

‘দিল্লি ক্রাইম’-এর একটি দৃশ্যে শেফালি শাহ


দিল্লি ক্রাইম (দ্বিতীয় মৌসুম)
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ২৬ আগস্ট
২০১৯ সালে ‘দিল্লি ক্রাইম’-এর প্রথম কিস্তি মুক্তির পর ব্যাপক প্রশংসিত হয়। ২০১২ সালে দিল্লির দলবদ্ধ ধর্ষণের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয় সিরিজটি। গতকাল মুক্তি পেয়েছে দ্বিতীয় সিজনের ছয় পর্ব। দ্বিতীয় সিজনে দেখানো হয়েছে জাতবৈষম্য, নিম্নবর্গের মানুষকে শোষণ, দুর্নীতির মতো বিষয়গুলো। প্রথম কিস্তির মতো এবারেরটিও সমালোচকদের বাহবা পাচ্ছে। বিশেষ করে ডিসিপি বার্তিকা চতুর্বেদীর চরিত্রে শেফালি শাহ প্রশংসিত হচ্ছেন। এ ছাড়া সিরিজে আছেন রসিকা দুগাল, রাজেশ তাইলাং, তিলত্তমা সোম, আদিল হুসেইন।

‘হাউস অব দ্য ড্রাগন’-এর একটি দৃশ্য

হাউস অব দ্য ড্রাগন (প্রথম মৌসুম)
ধরন: সিজন
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: ২৮ আগস্ট
‘গেম অব থ্রোনস’-এর পিকুয়েল। ২১ আগস্ট শুরু হয়েছে বহুপ্রতীক্ষিত সিরিজ। ২৮ আগস্ট দেখা যাবে দ্বিতীয় পর্ব। ওটিটি প্ল্যাটফর্মে প্রথম পর্ব প্রচারের পর দেখেছেন প্রায় এক কোটি দর্শক। সব মিলিয়ে বলা যায়, শুরুটা হয়েছে শুরুর মতোই। সিরিজটি তৈরি হয়েছে জর্জ আর আর মার্টিনের ফ্যান্টাসি উপন্যাস ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ অবলম্বনে। সিরিজটি তৈরি হয়েছে ‘গেম অব থ্রোনস’-এর ২০০ বছর আগের প্রেক্ষাপটে। আগেরটির মতো এই সিরিজেরও পটভূমি সেই ওয়েস্টোরস। গল্পের মূলে ক্ষমতার লড়াই। অভিনয় করেছেন প্যাডি কনসিডিন, ওলিভিয়া কুক, ম্যাট স্মিথ, এমা ডারসি প্রমুখ।

নব্বইয়ের দশকে বিহারের রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া নানা ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ‘মহারানী’


মহারানি (দ্বিতীয় মৌসুম)
ধরন: সিরিজ
স্ট্রিমিং: সনি লিভ
দিনক্ষণ: ২৫ আগস্ট
নব্বইয়ের দশকে বিহারের রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া নানা ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত। ড্রামা ঘরানার সিরিজটির প্রথম মৌসুম প্রচারের পর ব্যাপকভাবে প্রশংসিত হয়। সিরিজের কেন্দ্রীয় চরিত্রে হুমা কুরেশির অভিনয় বাহবা কুড়ায়। মুক্তির পর দ্বিতীয় সিজনও সমালোচকদের প্রশংসা পেয়েছে। হুমা ছাড়াও সিরিজে অভিনয় করেছেন সোহম শাহ, অমিত সিয়াল প্রমুখ। প্রথমটির মতো দ্বিতীয়টিতে আছে ১০ পর্ব।

‘সামারিতান’–এর একটি দৃশ্য

সামারিতান
ধরন: সিনেমা
স্ট্রিমিং: আমাজন প্রাইম
দিনক্ষণ: ২৬ আগস্ট
জুলিয়াস অ্যাভেরি পরিচালিত সুপারহিরো ছবি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিলভেস্টার স্ট্যালোন। ছবির গল্প এক বালককে নিয়ে। যে জানতে পারে ২০ বছর আগে উধাও হওয়া এক সুপারহিরো তার আশপাশেই আছে! ২০০০ সালে মুক্তি পাওয়া ‘আনব্রকেবল’ ও ‘ফাইন্ডিং ফরেস্টার’ থেকে অনুপ্রাণিত হয়েছে এই ছবি।

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ নির্মাণের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘অপরাজিত’

অপরাজিত
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিফাইভ
দিনক্ষণ: ২৫ আগস্ট
চলতি বছরের মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তির পর ব্যবসাসফল হয় অনীক দত্তর ছবি ‘অপরাজিত’। সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ নির্মাণের গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি। এতে সত্যজিতের চরিত্রে অভিনয় করেছেন জীতু কামাল। এ ছাড়া আছেন সায়নী ঘোষ, দেবাশীষ রায় প্রমুখ। প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে দেখা যাচ্ছে ছবিটি।