আবারও ববিতা হয়ে আসছেন তিনি

এমএক্স প্লেয়ারের আলোচিত ওয়েব সিরিজ ‘আশ্রম’-এ ববিতা নামের এক খল চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন ভারতের অভিনেত্রী ত্রিধা চৌধুরী। মুক্তির অপেক্ষায় থাকা এই সিরিজের চতুর্থ মৌসুমেও একই চরিত্রে রয়েছেন তিনি।
প্রকাশ ঝাঁ পরিচালিত এই সিরিজে অভিনয়ের পর দর্শকদের কাছে সাড়া পেয়েছেন ত্রিধা। দর্শকের অনেকে চরিত্রের সঙ্গে মিলিয়েও ফেলেছেন। টেলিগ্রাফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ত্রিধা তিনি বলেছেন, অনেকে তাঁর সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছেন
 ছবি: ইনস্টাগ্রাম
ত্রিধার ভাষ্যে, ‘অনেকে ভাবেন, আমি এ ধরনের পরিণত চরিত্র হয়তো ভালোভাবে করতে পারব না। তবে আমি পরিচালকের ওপর বিশ্বাস রেখেছিলাম। তিনি দারুণভাবে আমাদের তুলে ধরেছেন। তাঁর প্রতি আমি কৃতজ্ঞ।’
২০১৩ সালে সৃজিত মুখার্জির ‘মিশর রহস্য’ সিনেমা দিয়ে চলচ্চিত্র নাম লেখান কলকাতার মেয়ে ত্রিধা। এরপর ‘খাদ’, ‘ক্ষত’সহ বেশ কয়েকটি টালিগঞ্জের সিনেমায় পাওয়া গেছে তাঁকে
বাংলা, হিন্দি ও তেলেগু সিনেমায়ও কাজ করেছেন ত্রিধা। তিনি পড়াশোনা করেছেন কলকাতার স্কটিশ চার্চ কলেজে
২০২০ সালে টাইমস অব ইন্ডিয়ার ‘কাঙ্ক্ষিত নারীর’ তালিকায় জায়গা করে নিয়েছিলেন ত্রিধা চৌধুরী