
মানুষ এখন চলচ্চিত্রে গল্প শুনতে চায়। কোন অভিনেতা-অভিনেত্রী সে চলচ্চিত্রে আছেন, তা মুখ্য নয়। দক্ষিণ এশিয়ার অনেক সমৃদ্ধ সংস্কৃতি আছে, যা বংশপরম্পরায় শত বছর ধরে ঐতিহ্য বহন করে আছে। সেসব গল্প তুলে আনতে হলে প্রয়োজন প্রতিবন্ধকতাহীন চলচ্চিত্রশিল্প। কোনো বিধিনিষেধ দিয়ে সেই ঐতিহ্য আটকে রাখা উচিত নয়। অন্যদিকে যে তথ্যচিত্র দিয়ে বাংলাদেশের এই শিল্পমাধ্যম এগিয়েছে, সেই তথ্যচিত্র নিয়ে প্রচারণার সুযোগ এখন কম। এসব কথা উঠে এল ফিল্ম অ্যালায়েন্স বাংলাদেশের (ফ্যাব) দুই আলোচনা পর্বে।
‘গোয়িং ওয়াইল্ড, গোয়িং জেনার’ ছিল ফ্যাব ফেস্ট ২০২২–এর দ্বিতীয় আলোচনা পর্ব। অভিনেতা ইরেশ যাকের বলছিলেন, ওটিটি প্ল্যাটফর্মে অনেক রকম জেনার নিয়ে কাজ করার সুযোগ আছে। ফলে দর্শক এটাকে গ্রহণ করছে। নীতিমালার মধ্যে এমন অনেক কিছু থাকে, যা মানুষের ভাবনা সংকীর্ণ করে দেয় বলে উল্লেখ করেন তিনি। জেনার ধরনের চলচ্চিত্র সমাজের জন্য বার্তা দিতে পারে না—কথাটা ঠিক নয় উল্লেখ করে
তিনি মন্তব্য করেন, জহির রায়হান, আলমগীর কবিরের কিছু কাজেও এমন ছাপ ছিল। নির্মাতা নুহাশ হুমায়ূন বলেন, ‘আমাদের এ অঞ্চলের সংস্কৃতির সঙ্গে সংযুক্ত করতে পারলে ওটিটি প্ল্যাটফর্ম “জনরা” কাজের জন্য খুব ভালো জায়গা।’ এ সময় উঠে আসে তাঁর একটি প্রোডাকশন হাউস তৈরির সংগ্রামের কিছু গল্প। চলতি বছরের ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে প্রচারিত “শাটিকাপ” সিরিজের নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, দেশের ভেতরেও অনেক ভালো কাজ হচ্ছে এবং প্রশংসা পাচ্ছে। চলচ্চিত্র তৈরি করতে হলে সব সময় শুধু বাইরের দেশের নির্মাণপদ্ধতি বা গল্পের দিকে তাকাতে হবে, এমন নয় বলে উল্লেখ করেন তরুণ এই নির্মাতা। ওটিটি প্ল্যাটফর্মের সুযোগ ও সম্ভাবনা নিয়ে কথা বলেন এই পর্বের আরেক আলোচক নির্মাতা সৈয়দ আহমেদ শাওকি। স্ক্রিপ্ট লেখক সাদিয়া খালিদ ঋতি আর নির্মাতা তানিম নুরের সঞ্চালনায় শুরু হয় এ আলোচনা পর্ব।
ফ্যাব ফেস্টের আলোচনার তৃতীয় পর্ব ছিল ‘বাংলাদেশি ডকুমেন্টারিস: রিভাইভ, রি-ইনভেন্ট, রিগেইন’। নির্দেশক তারেক আহমেদ বুলবুলের সঞ্চালনায় শুরু হওয়া এ পর্বের বক্তা ছিলেন বাংলাদেশ ডকুমেন্টারি কাউন্সিলের উপদেষ্টা, প্রামাণ্যচিত্র নির্মাতা মানজারে হাসিন মুরাদ, চলচ্চিত্র নির্মাতা শবনম ফেরদৌসী, হুমায়রা বিলকিস এবং এলিজাবেথ ডি’কস্টা।
তাঁদের সবার বক্তব্যে উঠে আসে তথ্যচিত্র নির্মাণ ও প্রচারণার ক্ষেত্রে গণমাধ্যমের অনাগ্রহের দিকটি। এ সময় মানজারে হাসিন মুরাদ বলেন, প্রামাণ্যচিত্র তৈরিকে পেশা হিসেবে নিয়ে এ দেশে টিকে থাকা অসম্ভব। কিন্তু ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, দেশভাগ, মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম প্রকাশিত শিল্পটি প্রামাণ্যচিত্র। প্রামাণ্যচলচ্চিত্র এ দেশে বাণিজ্যিক না, তাই এটি নির্মাণের গতি কম উল্লেখ করে মানজারে হাসিন মুরাদ বলেন, প্রামাণ্যচিত্র প্রচারের সময় বিজ্ঞাপন চলে না, তাই অনেক গণমাধ্যম আগ্রহ দেখায় না। একসময়ের উজ্জ্বল ডকুমেন্টারি কাউন্সিল এখন ধুঁকে ধুঁকে চলছে বলে আক্ষেপ করেন শবনম ফেরদৌসী। এ পেশার সঙ্গে নির্মাতার টিকে থাকার লড়াই উঠে এল তাঁর গল্পে। তরুণ দুই তথ্যচিত্র নির্মাতা জানালেন তাঁদের কাজের অভিজ্ঞতার গল্প। বাংলাদেশের চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত কলাকুশলীদের একটি প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নিয়ে ফ্যাবের এই আয়োজন।
সিনেমা কিংবা দৃশ্যশিল্পের নীতিমালা ‘সংস্কার’, বাংলা কনটেন্টের সম্ভাবনার এ সময়কে ‘নতুন করে সংজ্ঞায়িত’ করার লক্ষ্যে ভাবনা বিনিময়ের জন্য প্রথমবারের মতো ফ্যাব ফেস্টের আয়োজন করেছে ফিল্ম অ্যালায়েন্স বাংলাদেশ (ফ্যাব); যেটিকে ‘চিন্তা লেনদেনের উৎসব’ বলছেন আয়োজকেরা। আজ শুক্রবার ঢাকার বাংলা একাডেমি মিলনায়তন ও প্রাঙ্গণে শুরু হয়েছে এই আয়োজন। চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, অভিনয়শিল্পী, দর্শক, গবেষকদের উপস্থিতিতে উৎসবমুখর এ আয়োজন দিনভর চলবে। সকাল থেকে এই আয়োজনে প্রযোজক, চলচ্চিত্র নির্মাতা, কনটেন্ট ক্রিয়েটর, শিল্পী, লেখক, সিনেমাটোগ্রাফার কিংবা দৃশ্য-সংস্কৃতির অংশীজন, নীতিনির্ধারক ও গণমাধ্যমের প্রতিনিধিদের প্রাণবন্ত উপস্থিতি দেখা গেছে।
দিনব্যাপী এ আয়োজনে চরকির প্যাভিলিয়নে উপস্থিত হলে সবার জন্য বিনা মূল্যে চরকি সাবস্ক্রিপশনের সুযোগ থাকছে। এ ছাড়া চরকির প্যাভিলিয়নে প্রথমা প্রকাশনের বইয়ে আছে বিশেষ ছাড়।