দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফকে বিয়ে করেছেন সংগীতশিল্পী আরমান মালিক। গতকাল বিয়ে সেরেছেন তাঁরা। ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে জেনে নেওয়া যাক, কে এই আশনা শ্রফ?
বিনোদন ডেস্ক
আশনা শ্রফ পেশায় একজন ফ্যাশন ইনফ্লুয়েন্সার ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর
বিজ্ঞাপন
আরমান মালিকের মতো আশনাও একজন কোটিপতি। অর্থবিত্তে আরমানের চেয়ে কোনো অংশেই কম নেই আশনার
বিজ্ঞাপন
আশনার সম্পদের পরিমাণ কত? তাঁর মোট সম্পদের পরিমাণ ৩৭ কোটি রুপিরও বেশি গতকাল বিয়ে করেছেন আরমান মালিক ও আশনা। ২০২৩ সালের আগস্টে বাগদান সেরেছিলেন তাঁরাবিয়েতে সাবেকি সাজে সেজেছেন তাঁরা। কমলা রঙের লেহেঙ্গা পান্নাখচিত গয়নায় দেখা গেল আশনাকে। অন্যদিকে, পিচ রঙের শেরওয়ানিতে সেজেছেন আরমান