হানিফ সংকেতের সঙ্গে কাজ করার দীর্ঘদিনের ইচ্ছাটা অবশেষে পূরণ হলো। হানিফ সংকেতের পরিচালনায় ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’-এ কাজ করলেন অভিনেতা ইরফান সাজ্জাদ। অনুষ্ঠানটিতে ইরফানের সঙ্গে থাকছেন সারিকা সাবরিন। অনুষ্ঠানে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তাঁরা। গৃহ সহকারীর চরিত্র করেছেন শিউলী শিলা।
ফাগুন অডিও ভিশন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘পাঁচফোড়ন’-এর প্রতিটি পর্বেই উপস্থাপনার ঢঙে থাকে বৈচিত্র্য ও অভিনবত্ব। এখানে নির্দিষ্ট কোনো উপস্থাপক থাকে না। জনপ্রিয় শিল্পীরা বিষয়ভিত্তিক ভিন্ন ভিন্ন রূপে, বিভিন্ন চরিত্রে অনুষ্ঠানটি উপস্থাপন করেন। প্রতিবছরের মতো এবারও ভিন্নধর্মী নাটকীয় উপস্থাপনায় অনুষ্ঠানটি সাজানো হয়েছে। উঠে এসেছে ঈদ, সম্পর্ক এবং সাম্প্রতিক সামাজিক নানা প্রসঙ্গ। গল্পের ভেতরে-ভেতরে স্থান পেয়েছে গান, নাটক এবং বিষয়ভিত্তিক তথ্যচিত্র।
এবারের পর্বে থাকছে তিনটি গান। একটি গেয়েছেন সাব্বির জামান ও সিঁথি সাহা। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ও সংগীত করেছেন সাব্বির জামান। ঢাকার একটি লোকেশনে এটি ধারণ করা হয়েছে। আরেকটি গান গেয়েছেন কিশোর দাস ও লিজা। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম, সুর-সংগীত করেছেন কিশোর দাস। লালবাগ কেল্লায় গানটির শুটিং হয়েছে। তৃতীয় গানটি ফোক, গেয়েছেন কিরণচন্দ্র রায়। এটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী।
অনুষ্ঠানে থাকছে দুটি তথ্যভিত্তিক প্রতিবেদন। পাঁচফোড়ন–এ এবারও থাকছে ঈদ ও সাম্প্রতিক বাস্তবতা নিয়ে ব্যঙ্গাত্মক ও সচেতনতামূলক নানা নাট্যাংশ। এসব নাট্যাংশে অভিনয় করেছেন সুভাশিষ ভৌমিক, কাজী আসাদ, আনোয়ার শাহী, আশরাফুল আলম সোহাগ, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, বিণয় ভদ্র, সুজাত শিমুল, সঞ্জীব আহমেদ, শাওন মজুমদার, সুচনা শিকদার, সুর্বণা মজুমদার, সিয়াম নাসির, জাহিদ চৌধুরী, সাজ্জাদ সাজু, মতিউর রহমান, সোহাগ আনসারী, আলভী, সেঁজুতি প্রমুখ।
‘পাঁচফোড়ন’ এটিএন বাংলায় প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টা ৫০ মিনিটে।