এক যুগের বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন তানজিন তিশা। অন্যদিকে কয়েক বছর ধরে কাজ করছেন ফররুখ আহমেদ রেহান। এই দুই তারকাকে একসঙ্গে জুটি করে নাটক বানিয়েছেন পরিচালক রাফাত মজুমদার। ‘বাতাসে প্রেমের ঘ্রাণ’ শিরোনামের সেই নাটকের তিশা ও রেহানকে কয়েকটি স্থিরচিত্রে দেখে নেওয়া যাক: