তানজিন তিশা ও ফররুখ আহমেদ রেহান
তানজিন তিশা ও ফররুখ আহমেদ রেহান

রেহান–তিশাকে কেমন লাগল, ছবিতে দেখে নেওয়া যাক

এক যুগের বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন তানজিন তিশা। অন্যদিকে কয়েক বছর ধরে কাজ করছেন ফররুখ আহমেদ রেহান। এই দুই তারকাকে একসঙ্গে জুটি করে নাটক বানিয়েছেন পরিচালক রাফাত মজুমদার। ‘বাতাসে প্রেমের ঘ্রাণ’ শিরোনামের সেই নাটকের তিশা ও রেহানকে কয়েকটি স্থিরচিত্রে দেখে নেওয়া যাক:
ঈদের আগের শুটিং হয় ‘বাতাসে প্রেমের ঘ্রাণ’ নাটকের। এ নাটকের মধ্য দিয়ে প্রথমবার জুটি হয়েছেন তানজিন তিশা ও ফররুখ আহমেদ রেহান।
ঢাকার উত্তরা, ৩০০ ফুটসহ বিভিন্ন লোকেশনে এ নাটকের শুটিং শেষ হয়। টানা চার দিন শুটিংয়ের মধ্য দিয়ে পরিচালক রাফাত মজুমদার নাটকটির কাজ শেষ করেন।
সম্পূর্ণ প্রেমের গল্পে এ নাটক তৈরি হয়েছে বলে জানালেন পরিচালক। গল্পটা প্রেমের হলেও উপস্থাপনে নতুননত্ব আনার চেষ্টা করেছেন বলে জানান।
আজ বৃহস্পতিবার রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউবে নাটকটি মুক্তি পাবে।
তরুণ অভিনেতা ফররুখ আহমেদ রেহান মেরিল-প্রথম আলো পুরস্কারে এবার সেরা নবাগত অভিনয়শিল্পী হয়েছেন। ‘যুগল’ নাটকে অভিনয়ের জন্য সেরা নবাগত অভিনয়শিল্পীর এ পুরস্কার পান তিনি। সে অনুষ্ঠানে বিদ্যা সিনহা মিমের সঙ্গে পারফর্মও করেন তিনি।
২০১৯ সালে মডেলিং শুরু রেহানের। বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে পর্দায় আসেন। গত বছর ভিকি জাহেদের ‘আরারাত’ দিয়ে ওটিটিতে যাত্রা শুরু। মিজানুর রহমান আরিয়ানের ‘যুগল’ দিয়ে নাটকে অভিষেক হয়।
তরুণ এই অভিনেতা রাফাত মজুমদার ছাড়াও জাহিদ প্রীতমের সঙ্গে একটি কাজ করেছেন। তারেক রহমান নামের আরেকজন নির্মাতারও একটি কাজ করার কথা রয়েছে।