আন্তর্জাতিক অঙ্গনে গানের মঞ্চ হিসেবে গানবাংলার ‘উইন্ড অব চেঞ্জ’ দেশে-বিদেশে প্রশংসা কুড়িয়েছে
আন্তর্জাতিক অঙ্গনে গানের মঞ্চ হিসেবে গানবাংলার ‘উইন্ড অব চেঞ্জ’ দেশে-বিদেশে প্রশংসা কুড়িয়েছে

আট বছরে গানবাংলা

প্রতিষ্ঠার সাত বছর পেরিয়ে অষ্টম বছরে গানের চ্যানেল গানবাংলা। ২০১৩ সালের ১৬ ডিসেম্বর যাত্রা শুরু হয় চ্যানেলটির। করোনা সংক্রমণের কারণে গানবাংলা কার্যালয়ে বড় ধরনের কোনো আয়োজন রাখা হয়নি বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। তবে খুব কাছের কয়েকজন মিলে কেক কাটা হয়েছে।
গানবাংলা চ্যানেলের প্রতিষ্ঠার অষ্টম বর্ষে পদার্পণের এই সময়ে যুক্তরাষ্ট্রের বোস্টনে আছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও চেয়ারপারসন ফারজানা মুন্নী। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য তাঁরা এখন সেখানে আছেন।

প্রতিষ্ঠার সাত বছর পেরিয়ে অষ্টম বছরে গানের চ্যানেল গানবাংলা

দেশ ও দেশের বাইরের মানসম্পন্ন গান পরিবেশন করে চ্যানেলটি দর্শক–শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। আন্তর্জাতিক অঙ্গনে গানের মঞ্চ হিসেবে গানবাংলার ‘উইন্ড অব চেঞ্জ’ দেশে-বিদেশে প্রশংসা কুড়িয়েছে। বিশ্বের ৩০ দেশের শতাধিক মিউজিশিয়ানের অংশগ্রহণে ‘উইন্ড অব চেঞ্জ’-এ বিভিন্ন ধারার দেশীয় জনপ্রিয় গানগুলো পেয়েছে নতুন মাত্রা।

যুদ্ধ-বিগ্রহের বর্তমান পৃথিবীতে ‘উইন্ড অব চেঞ্জ’-এর মাধ্যমে বিশ্বময় শান্তির বার্তা ছড়িয়ে দিতে দেশি-বিদেশি খ্যাতনামা শিল্পীরা কণ্ঠে স্লোগান তুলে নিয়েছেন ‘মিউজিক ফর পিস’।

কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে গানবাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন বলেন, ‘বিজয়ের এই দিনে গানবাংলা বছর ঘুরে নতুন শপথে নতুন যাত্রার দিকে এগিয়ে যায়। দেশের সংগীতশিল্পের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে সংকল্পবদ্ধ গানবাংলা ইতিমধ্যেই হয়ে উঠেছে বাংলা গানের মুখপত্র। আমাদের সফলতার পেছনে আছে দেশের সংগীতাঙ্গনের প্রত্যেক মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন আর ভালোবাসা। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনের খ্যাতনামা শিল্পীদের আস্থা ও পূর্ণ সমর্থন গানবাংলার আশীর্বাদ হয়ে আছে।’
প্রতিষ্ঠানটির চেয়ারপারসন ফারজানা মুন্নী বলেন, ‘আমরা বিশ্বাস করি, মহামারি–পরবর্তী পৃথিবীতে অন্ধকার দূর করতে সংগীত হবে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। মানুষের মধ্যে একতা ও শান্তি ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে সুর।’