Thank you for trying Sticky AMP!!

ঈদের গানে জমবে ইউটিউব

‘তুমি রেখেছ আমায় আগলে’ গানের দৃশ্যে তিশা ও আফরান নিশো

হাতে হাতে স্মার্টফোন। বিনোদনের বড় মাধ্যম এটি। গান শুনতে কিংবা ভিডিও দেখতে হাতের মুঠোয় থাকা ফোনের ইউটিউব অ্যাপটিই যেন মানুষের প্রথম পছন্দ। ক্ষেত্রবিশেষে কম্পিউটার। মাধ্যম বদলালেও শ্রোতাদের হাতের মুঠোয় গান পৌঁছে দিতে চান শিল্পী ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। এবার ঈদের গানে জমবে ইউটিউব।

ঈদুল ফিতরে নতুন সব গান আনছে দেশের সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। বেশির ভাগই অবমুক্ত হবে ইউটিউবে। কোনোটি শিল্পীর ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে, কোনোটি প্রযোজনা প্রতিষ্ঠানের। কোনোটি লিরিক ভিডিও, আবার কোনোটি মিউজিক ভিডিও। তবে গানটিই মূল কথা। সাউন্ডটেক, সংগীতা, লেজার ভিশন, সিএমভি, ইমপ্রেস অডিও ভিশন, সিডি চয়েজ, ঈগল মিউজিক, ধ্রুব মিউজিক স্টেশন, গানচিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেল তাদের ঈদের গানগুলো নিয়ে।

ঈদে সবচেয়ে বেশি গান প্রকাশ করছে জি-সিরিজ। অডিও-ভিডিও মিলিয়ে তাদের প্রকাশিত গানের সংখ্যা প্রায় ২০০। সাউন্ডটেকের স্বত্বাধিকারী সুলতান মাহমুদ বাবুল প্রথম আলোকে বলেন, ‘এখন গান শোনার মাধ্যম বদলেছে। আমরাও নিজেদের বদলে নিয়েছি। গান প্রকাশ করছি নিজেদের ইউটিউব প্ল্যাটফর্মে। এটাই আমাদের গানের ডিসপ্লে সেন্টার, বিপণিবিতান ও আর্কাইভ।’

কয়েক বছর ধরে নিয়মিত গান প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন। এ ঈদে তারা প্রকাশ করছে আরিফুল ইসলাম মিঠু, কাজী শুভ, খায়রুল ওয়ার্সি, শাইখ শান, তামিম, প্রেরণার মতো শিল্পীদের গান। সিডি চয়েজের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম সোহেলের মতে, ইউটিউব সংগীতপ্রেমীদের জন্য গানের বিশাল শোরুম। শ্রোতারা আপনমনে সেখান থেকে ক্লিক করেই শুনে নেন প্রিয় শিল্পীর প্রিয় গান। তাদের প্রতিষ্ঠান থেকে আসছে আসিফ, হাবিব, ইমরান, পড়শি, কাজী শুভ, বেলাল খান ও তানজীব সারোয়ারের গান। দ্য ইন্ডাস্ট্রি নামে ইউটিউব প্ল্যাটফর্মে প্রকাশিত হবে বাপ্পা মজুমদার, মিলা, প্রতীক হাসান ও রাজত্ব ব্যান্ডের গান। সিএমভি আনছে মিজান, পান্থ কানাই, তাহসান, কাঙ্গালিনী সুফিয়া, কনা, মার্সেল, মিনার, পূজা, শেখ সাদীর গান। গানচিলের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল জানান, সামিনা চৌধুরী, মিনার, শফিক তুহিন, মাহতিম শাকিবের গানের ভিডিও চূড়ান্ত হয়েছে। তিনি বলেন, ‘ইউটিউব দর্শকের প্রত্যাশা মেটাচ্ছে, কিন্তু শিল্পী ও প্রযোজনা প্রতিষ্ঠান আর্থিকভাবে লাভবান হচ্ছে না। তারপরও আমরা গান প্রকাশ করছি একরকম দায়বদ্ধতা থেকে, আর শিল্পীরা করছেন তাঁদের প্যাশনের জায়গা থেকে।’

নতুন গান ‘চোখের কার্নিশে’র ভিডিও প্রকাশ করছেন শিল্পী ফাহমিদা নবী। ভিডিওটি দেখা যাবে তাঁর নিজের ইউটিউব চ্যানেলে। ঈদের জন্য সাতটি নতুন গান গেয়েছেন ন্যান্সি। এগুলোর মধ্যে পাঁচটি দ্বৈত ও দুটি একক। কয়েক দিনের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের ইউটিউবে গানগুলো শোনা যাবে। তিনি বলেন, ‘সময়ের পরিবর্তনকে মানতেই হবে। আমিও ইউটিউবে গান ছেড়ে রেখে শুনি। কিন্তু ভিডিওর দিকে তাকাই না।’

ঈদের গান প্রকাশের ক্ষেত্রে বিশ্বকাপ ক্রিকেট বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন কনা। তাই এবার গান প্রকাশে হিসাব করতে হয়েছে তাঁকে। তবে সিদ্ধান্ত পাকা, নিজের ইউটিউব প্ল্যাটফর্মেই গান দুটি প্রকাশ করবেন তিনি।

নিজেদের নতুন গান ‘দেখা হোক, দেখা হবে’ নিয়ে হাজির হচ্ছে গানের দল চিরকুট। দলটির অন্যতম সদস্য শারমীন সুলতানা সুমী বলেন, ‘এটি আমাদের ভীষণ পছন্দের একটি গান। সুর ও সংগীত পরিচালনা থেকে সবকিছুতে অন্য রকম একটা ভালোবাসা আছে।’

এ ছাড়া বেশ কিছু নাটকের গানের ভিডিও আলাদাভাবে ইউটিউবে প্রকাশ করা হবে।