Thank you for trying Sticky AMP!!

কনসার্টে আইয়ুব বাচ্চুর গাওয়া শেষ গান

জীবনের শেষ কনসার্টে আইয়ুব বাচ্চুর গাওয়া শেষ গানটি ছিল ‘এক আকাশ তারা’। দেশের গিটার কিংবদন্তি মারা যাওয়ার পর প্রথম মৃত্যুবার্ষিকীতে জানা গেল, আইয়ুব বাচ্চুর জন্য নয়, দেশের ব্যান্ড সংগীতের আরেক দাপুটে শিল্পী জেমসের জন্যই গানটি শুরুতে লেখা হয়েছিল। গানটির একটি আউটলাইনও তৈরি করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আইয়ুব বাচ্চুর কণ্ঠে শ্রোতার কাছে গানটি পৌঁছায়। পেয়ে যায় তুমুল জনপ্রিয়তাও। শুধু তা–ই নয়, কনসার্টে গাওয়া জীবনের শেষ গানই হয়ে রইল এটি।

গতকাল শুক্রবার বিকেলে কথা হয় ‘এক আকাশ তারা’ গানের গীতিকবি রাজীব আহমেদের সঙ্গে। তিনি বলেন, ‘জেমস ভাইয়ের জন্য গানটি লেখা হয়। শেষ পর্যন্ত গানটি গাওয়া হয়নি তাঁর। এরপর আইয়ুব বাচ্চু ভাইয়ের অ্যালবামে গানটি স্থান পায়।’

গানটি ২০০৪ সালের দিকে নদীর বুকে চাঁদ অ্যালবামে প্রকাশিত হয়। এই অ্যালবামের দ্বিতীয় গান ছিল ‘এক আকাশ তারা’। অ্যালবামটি প্রকাশের তিন মাস পর ‘এক আকাশ তারা’ সুপারহিট হয়। এক গানের কারণে শেষ পর্যন্ত পুরো অ্যালবাম শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পায়।
মারা যাওয়ার এক দিন আগে শেষবারের মতো মঞ্চে গাইতে উঠেছিলেন গিটার জাদুকর আইয়ুব বাচ্চু। বরাবরের মতো সেদিনও রংপুর জিলা স্কুল মাঠে কানায় কানায় পূর্ণ দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন ব্যান্ড সংগীতের জনপ্রিয় এই গায়ক। ‘চলো বদলে যাই’ গান দিয়ে অনুষ্ঠানের শুরু করে আইয়ুব বাচ্চু মঞ্চ ছাড়েন ‘এক আকাশ তারা’ গেয়ে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে গত বছরের ১৬ অক্টোবর কনসার্টে রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয় ‘শেকড়ের সন্ধানে মেগা কনসার্ট’। গান বাংলা চ্যানেলের তত্ত্বাবধানে সেই কনসার্টের পর আর গানে ফেরা হয়নি আইয়ুব বাচ্চুর।

আইয়ুব বাচ্চুর সঙ্গে ‘এক আকাশ তারা’ গানের গীতিকার রাজীব আহমেদ, জেমস। ছবি: সংগৃহীত ও প্রথম আলো

রাজীব আহমেদ জানান, তাঁরই লেখা আইয়ুব বাচ্চুর গাওয়া ‘এক আকাশ তারা’ গানের সঙ্গে জেমসের গাওয়া ‘পাগলা হাওয়া’ গানের একটা যোগসূত্র আছে। ২০০১ অথবা ২০০২ সালের দিকে তিনি জেমসের জন্য কয়েকটি গান লিখেছিলেন। জুয়েল বাবুর কাছে ছিল সে গানগুলো। সুরকার ও সংগীত পরিচালক শওকাত ওই সময়টায় জেমসের জন্য গান বানাতে চাইছিলেন। কোনোভাবেই জেমসের নাগাল পাচ্ছিলেন না। সে সময় জেমসের জন্য রাজীব আহমেদ লিখলেন ‘পাগলা হাওয়া’। গানটি মুক্তির পরপরই সুপারহিট হয়। এই গানের সাফল্যের পর শওকাতের ইচ্ছা হয় আইয়ুব বাচ্চুর জন্যও তেমন একটি জনপ্রিয় গান তৈরি করবেন। ‘পাগলা হাওয়া’ এতটাই জনপ্রিয় হয়, সিরিয়াস চাপে পড়ে যান রাজীব। বাচ্চুর জন্য লেখেন ‘সখী’ গানটি। বাচ্চুর তা অতটা পছন্দ হয়নি। তখন জেমসের জন্য লেখা ‘এক আকাশ তারা’ গানটা জুয়েল বাবুর কাছে পেয়ে যান তিনি। রাজীব বললেন, ‘শওকাত ভাইকে বলেই দিয়েছিলাম, গানটা জেমস ভাইয়ের জন্য লেখা হয়েছিল। এরপর একদিন শুনি এবি কিচেনে গানটি রেকর্ড হয়। গানটি হিট হওয়ার পর বাচ্চু ভাইয়ের সঙ্গে কথা হয়। তখন তিনি আমাকে বলেছিলেন, “তারার প্রতি তো আমার অনেক আগেরই দুর্বলতা।” তাই “এক আকাশ তারা” গানের কথা তাঁর খুব পছন্দ হয়। এ ছাড়া এই গানের মধ্যে “নে” শব্দটা ব্যবহার করেছিলাম, এটাই তাঁর বেশি ভালো লেগেছিল। যেমন “এক আকাশ তারা তুই একা গুনিসনে,...সব ভালো তুই একা বাসিসনে”। সবাই তো সাধারণত “না” বলে, কিন্তু “নে” তাঁর কাছে ছিল ব্যতিক্রম।’

রাজীব বলেন, ‘সত্যি কথা বলতে, আইয়ুব বাচ্চু ও জেমসের মতো শিল্পীরা যখন কোনো গান করেন, সেই গানে কথা–সুর–সংগীতের বাইরেও তাঁদের প্রভাবটাই থাকে বেশি। ব্যক্তিপ্রভাবেও গান নিশ্চিত সুপারহিট হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করি।’
আইয়ুব বাচ্চু ও জেমসের গাওয়া আরও অনেক গানের গীতিকবি এই রাজীব আহমেদ। গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য আছে ‘যেও না চলে বন্ধু’, ‘কুসুম কুসুম প্রেম’, ‘নদী’, ‘কোন ফুলে দেব পুজো তোমায়’, ‘আঁচল’।

গানে গানে আইয়ুব বাচ্চু স্মরণ
দেশে ও দেশের বাইরের গানপ্রেমীরা আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী নানাভাবে স্মরণ করেছেন। শিল্পীদের কেউ তাঁর গান গেয়ে, আবার কেউবা ইন্সট্রুমেন্টালে সম্মাননা জানিয়েছেন এই গিটার কিংবদন্তিকে। কেউ তৈরি করেছেন নতুন গান।
আইয়ুব বাচ্চুর কয়েকটি গানের সমন্বয়ে একটি ইন্সট্রুমেন্টাল প্রকাশ করেছেন চিরকুট সদস্য ইমন। ফেসবুকে ইমন লেখেন, ‘আপনাকে দেখেই গিটার শেখা, আপনাকেই সব সময় অনুসরণের চেষ্টা করেছি।’
আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে গানের দল ভাইকিংস প্রকাশ করেছে গান ‘ঈশ্বর’। গানের কথায় দলটির অন্যতম সদস্য তন্ময় বলে গেছেন, ‘ঈশ্বর! তুমি সযতনে রেখো তাকে/ সে বড় অভিমানী, চাপা বুকে/ ফিরে গেছে রোদ নেভার আগেই।’
ডি-রকস্টার খ্যাত শুভ গেয়েছেন ‘তুমি ছিলে প্রেরণায়’। ফুয়াদের সুর ও সংগীতে এই গানের ভিডিওতে শুধু আইয়ুব বাচ্চুর স্থিরচিত্র ব্যবহার
করা হয়েছে। কলকাতার গায়িকা সোমলতা নতুন করে গেয়েছেন আইয়ুব বাচ্চুর ‘হাসতে দেখো গাইতে দেখো’ গানটি। এর বাইরে আরও অনেক শিল্পী আইয়ুব বাচ্চুকে নিয়ে ফেসবুকে গান এবং ইন্সট্রুমেন্টাল প্রকাশ করেছেন।