‘হাল ছেড়ো না, উপায় আছে’ গানটি সম্প্রতি প্রকাশিত হয়েছে
‘হাল ছেড়ো না, উপায় আছে’ গানটি সম্প্রতি প্রকাশিত হয়েছে

গানে গানে হাল না ছাড়ার কথা বললেন সন্ধি ও ঐশী

‘হাল ছেড়ো না, উপায় আছে’ গানটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। কথা, সুর ও সার্বিক উপস্থাপন মিলিয়ে অল্প সময়েই সাড়া ফেলেছে সন্ধি, ঐশি, রাসেল ও পলকের এই আয়োজন। এখন পর্যন্ত ৪০ লাখ মানুষ গানটি দেখেছেন, কমেন্ট ও শেয়ার করছেন অনেকে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষের অদম্য মনোবল নিয়ে এই গানচিত্র। গানের গীতিকার রাসেল মাহমুদও বললেন একই কথা, ‘এই থমকে যাওয়া সময় বা তার আগে কখনোই এই মানুষগুলো থামে না বলেই বাংলাদেশ সব সময় সচল থাকে। রোদ-বৃষ্টি, গরম-ঠান্ডা, দিন-রাত—কোনো কিছুই তাদের থামাতে পারে না। নিজের জন্য হোক বা পরিবার, সমাজ হোক বা দেশ—শত বিপদেও তারা ঘুরে দাঁড়ায় বারবার, একটা না একটা উপায় বের করেই ছাড়ে। তাদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের একটা ছোট্ট প্রয়াস এই গান।’

রাসেল বলেন, ‘বাংলাদেশের অন্যতম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস “উপায়”-এর কয়েকজনের সঙ্গে পেশাগত কারণেই পরিচয়। কথায় কথায় তাঁদের সঙ্গে ভাবনাটা শেয়ার করতেই তাঁরা এগিয়ে আসেন, জানান গানটি যেন আলোর মুখ দেখে, সে জন্য সার্বিক সহযোগিতা দিতে তাঁরা প্রস্তুত। আমরা তখন আরও উজ্জীবিত হয়ে নেমে পড়লাম। পুরোটা সময় উপায় টিম আমাদের সঙ্গে ছিল।’

ফাতিমা তুয যাহরা ঐশী

গানটির সুরকার সন্ধি বলেন, ‘কাজ করতে করতেই রাসেল ভাই, পলক ভাই, ঐশী কাছের মানুষ হয়ে গিয়েছেন। গান নিয়ে আমাদের গল্পও হয়। মার্চের পর যখন আবার লকডাউনে আমরা, মনে হলো, সাধারণ মানুষদের কষ্ট তো আরও বেড়ে গেল। তার ওপর বেশির ভাগ মানুষই ঈদে বাড়িতে যেতে পারবে না। এগুলো নিয়ে কথা বলতে বলতেই মনে হলো তাদের জন্য কিছু একটা বানাই। আমরা গানের মানুষ, কথা আর সুরেই আমাদের ভাবনা আর ভালোবাসা প্রকাশ করি।’

কণ্ঠ ও পরিবেশনায় পুরো গানটিতেই প্রাণোচ্ছল শিল্পী ঐশী। তিনি বলেন, ‘আমার তখন মেডিকেল এক্সাম। এই সময় শো কম থাকলেও পড়াশোনা, নিজের গান আর প্লেব্যাক মিলিয়ে দিনরাত তটস্থ। যখন গানের ডেমোটা পেলাম, মনে হলো, আরে, এ তো আমার কথা বলছে! ভোর থেকে রাত পর্যন্ত আমিও তো ছুটছি। আবার মনে হলো, এই খেটে খাওয়া মানুষগুলোর তুলনায় আমার আর এমন কী কষ্ট! গানটার সঙ্গে একটা অদ্ভুত কানেকশন ঘটল। একবার গাইলাম, কয়েক দিন পর সন্ধি ভাইয়া বললেন, গানটায় আরও স্পিরিটি লাগবে, দুই স্কেল ওপরে গাইতে হবে। পরীক্ষা দিয়ে বাসায় ফিরে রাত দুইটা পর্যন্ত পড়ে আবারও রেকর্ড করে পাঠালাম ভোর চারটায়। পরে যখন পুরো গানটা শুনলাম, এত ভালো লাগল! শুটিংয়েও খুব মজা করে গাইলাম। আসলে খুব আপন লাগে গানটা।’

মিউজিক ভিডিওটির নির্মাতা শাহরিয়ার পলক বলেন, ‘প্রথমবার শুনেই গানটা আসলেই খুব আপন লেগেছে। শুনছিলাম আর সেই মানুষগুলোর চেহারা চোখে ভাসছিল। তাদের মধ্যে আমিও একজন, আমিও ছুটছি, কখনো ঝামেলায় পড়ছি, আবার একটা উপায় বের করে ঠিকই এগিয়ে যাচ্ছি। “হাল ছেড়ো না, উপায় আছে” কথাটা একটা শক্তি দেয়, আশ্বাস দেয়। কীভাবে কীভাবে যেন ওই শক্তি আর আমার টিমকে নিয়ে টানা ছয় দিন শুটিং আর এডিটিং শেষে ভিডিওটা দাঁড়িয়ে গেল।’
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস উপায়ের চিফ মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মাহবুবুর রহমান বলেন, সন্ধির সংগীতায়োজনে ও ঐশীর কণ্ঠে সংগ্রামী মানুষের যুদ্ধ জয়ের কথা ফুটে উঠেছে। এই আয়োজনে উপায় অংশগ্রহণ করতে পেরে আনন্দিত।