
হাতে গোনা কয়েকটি সিনেমার গানে কণ্ঠ দিলেও অডিও গানে ছিলেন না জেমস। এই না থাকা সময়টা গিয়ে ঠেকেছিল এক যুগে। বিরতি ভেঙে এবার তিনি যখন এলেন, বেছে নিলেন চাঁদরাত। নব্বইয়ের দশকের জনপ্রিয় শিল্পী জেমসকে চাঁদরাতে পেয়ে ভক্ত-শ্রোতাদের ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে যায়। উচ্ছ্বসিত ভক্তদের অনেকে অবশ্য গান শোনার পর জানিয়েছেন, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মেলেনি তাঁদের। একই দিনে নব্বইয়ের দশকের আরও দুই ব্যান্ড সংগীতশিল্পী নতুন দুটি গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হন। একজন অবসকিউর ব্যান্ডের টিপু, অন্যজন প্রমিথিউস ব্যান্ডের বিপ্লব। দ্বৈত কণ্ঠের এই দুটি গানে সহশিল্পী হিসেবে ছিলেন শাওন মাহমুদ ও তানজিনা রুমা।
জেমসের নতুন গান প্রকাশের খবরটি সবার সামনে আসে আচমকাই। ‘আই লাভ ইউ’ শিরোনামের এই গানের কথা যৌথভাবে লিখেছেন জেমস ও বিশু শিকদার, সুর-সংগীত পরিচালনা জেমসের। তিনি বলেন, ‘অনেক দিন ধরেই কাছের মানুষেরা নতুন গান করার পরামর্শ দিচ্ছিলেন। তাঁদের কথা কানে নিইনি। কিন্তু আমার মাঠের বন্ধু, দর্শক-শ্রোতাদের দাবি ফেলতে পারিনি।’ জেমসের গাওয়া ‘আই লাভ ইউ’ গানের সংগীতচিত্র বানিয়েছেন শাহরিয়ার পলক। জেমসের সর্বশেষ প্রকাশিত অ্যালবাম কাল যমুনা ২০০৯ সালে প্রকাশ করে সাউন্ডটেক।
অবসকিউর ব্যান্ডের সাঈদ হাসান টিপুর গানের শিরোনাম ‘চলো না যাই ফিরে’। গানটিতে তাঁর সহশিল্পী শাওন মাহমুদ। কণ্ঠশিল্পী সুচিতা নাহিদের কথায় গানটি সুর করেছেন সাজ্জাদ কবির। টিপু বলেন, ‘রোজার মধ্যে ছিলাম দেশের বাইরে। দেশে ফিরতেই গানটা রেডি হয়ে যায়। প্রকাশ করা যায় কখন ভাবতেই মনে হলো, কাছাকাছি সময়ে চাঁদরাত আছে, এটিই হতে পারে একটা সুন্দর সময়। অনেক দিন চাঁদরাতে গান প্রকাশ করা হয়নি। হিসাব করলে তো সাত-আট বছর হয়ে যাবে। তাই সুযোগটা মিস করতে চাইনি।’ কথায় কথায় টিপু বলেন, ‘এখন পর্যন্ত সবার কাছ থেকে গানটা নিয়ে ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। ইচ্ছা আছে গানগুলো অ্যালবাম আকারে প্রকাশ করার।’ চাঁদরাতে নব্বইয়ের দশকের অন্য ব্যান্ড সংগীতশিল্পীদের গান প্রকাশের বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন টিপু। তিনি বলেন, ‘আমরা তো চাইছি গানবাজনার জোয়ারটা ফিরে আসুক। এভাবে গান প্রকাশ হতে থাকলে জোয়ারটা ফিরতে বেশি সময় লাগবে না।’
কয়েক বছর ধরে সপরিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাস করছেন প্রমিথিউস ব্যান্ডের অন্যতম সদস্য বিপ্লব। কাজের ফাঁকে সুযোগ পেলে নতুন গান করেন তিনি। এবার চাঁদরাতে তিনি প্রকাশ করলেন নতুন গান। ‘জেটল্যাগ ভালোবাসা’ শিরোনামের এই গান নিয়ে তিনি বলেন, ‘একটা সময় চাঁদরাত মানে অ্যালবাম, নতুন গান। শ্রোতারাও অধীর আগ্রহে অপেক্ষা করতেন। আমরাও সুন্দর সুন্দর গান করার কাজে ব্যস্ত সময় পার করতাম। এবারের গান প্রকাশের ক্ষেত্রে সাত-আট বছর আগের সেই দিনগুলোতে ফিরে গিয়েছিলাম।’
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় জেটল্যাগ ভালোবাসা গানের শুটিং হয়েছে। বিপ্লব বলেন, ‘আমার দীর্ঘ মিউজিক ক্যারিয়ারে দ্বৈত গান খুব বেশি গাইনি। তাই একটি দ্বৈত গানের পরিকল্পনা বেশ কিছুদিন ধরেই করছিলাম। দ্বৈত কণ্ঠের সেই গান আমার সঙ্গে কে গাইবে, তা নিয়েও ভাবছিলাম। এরপর কথা বলি তানজিনা রুমার সঙ্গে, তার সম্মতিও পেলাম। সে-ও ভীষণ খুশি হলো। তারপর গানটার কাজও এগিয়ে গেল।’
জেটল্যাগ ভালোবাসা শিরোনামের এই গানের রেকর্ডিং হয়েছে নিউইয়র্কের আরএমডি স্টুডিওতে। কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন বিপ্লব। গান প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সবার কাছ থেকে অসাধারণ প্রতিক্রিয়া পাচ্ছি। আগে তো চিঠি লিখে ভক্ত-শ্রোতারা নানা রকম প্রতিক্রিয়া জানাত। এখন ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ভালো লাগার কথা জানাচ্ছে।’ বিপ্লবের এই গান পবিত্র ঈদুল ফিতরের ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’য় দেখানো হয়েছে।