Thank you for trying Sticky AMP!!

জন্মদিনে দেখুন আঁখির ২০টি ছবি

কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের জন্মদিন আজ। জন্মদিনের প্রথম প্রহর থেকেই ভক্ত–অনুরাগী থেকে শুরু করে সহকর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন জনপ্রিয় এই শিল্পী। জন্মদিনে পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়া আয়োজনেই জন্মদিন পালন করেন তিনি। ফেসবুকে বেশ তৎপর এ শিল্পী। তাঁর ওয়াল থেকে নেওয়া কিছু ছবি দিয়ে আজ আবার জানি আঁখিকে নিয়ে কিছু তথ্য।

আশির দশকে শিশুশিল্পী হিসেবে পর্দায় আসেন আঁখি আলমগীর।
‘ভাত দে’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হন, শুধু তা–ই নয়, অর্জন করে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
অভিনয় দিয়ে শুরু করলেও গানকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন।
১৯৯৭ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম একক অ্যালবাম ‘প্রথম কলি’। সেই থেকে শুরু, এখনো গানে গানে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন তিনি।
তাঁর সমসাময়িক অনেকেই হারিয়ে গেলেও তিনি এখনো সংগীতাঙ্গনে নিয়মিত।
সংগীতশিল্পীর বাইরেও আঁখির আরেকটি পরিচয়—তিনি কিংবদন্তি অভিনেতা আলমগীরের কন্যা
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’তে গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘গল্প কথার ওই কল্পলোকে জানি’ গানে কণ্ঠ দেন আঁখি। গানটির সংগীতায়োজন করেছিলেন ইমন সাহা।
এ গানের জন্য শ্রেষ্ঠ সুরকারের পুরস্কার পেয়েছিলেন রুনা লায়লা ও শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে পুরস্কার পেয়েছিলেন আঁখি আলমগীর।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেয়ে আঁখি। তাঁর পুরো নাম মাশহুরা জাহান আঁখি হলেও সবাই তাঁকে আঁখি আলমগীর নামেই চেনেন।
দ্বাদশ শ্রেণিতে পড়াশোনার সময় ১৯৯৪ সালে প্রথম ‘বিদ্রোহী বধূ’ চলচ্চিত্রে প্লেব্যাক করেন আঁখি।
১৯৯৭ সালে তাঁর প্রথম গানের অ্যালবাম ‘প্রথম কলি’ প্রকাশিত হয়। পরের বছর তাঁর সাড়া জাগানো ‘বিষের কাঁটা’ অ্যালবামটিও প্রকাশিত হয়।
এই অ্যালবামের ‘বন্ধু আমার রসিয়া’ ও ‘পিরিতি বিষের কাঁটা’ গান দুটি শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।
১৯৯৬ সালে আলাউদ্দিন আলীর সুরে ‘সত্যের মৃত্যু নেই’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন আঁখি।
এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রেডিমেড কাপড়ের চেয়ে কাপড় কিনে ডিজাইন করে বানাতে পছন্দ করেন তিনি। বসে বসে নিজেই ড্রয়িং করেন। তার ৪০ ভাগ কেনা এবং ৬০ ভাগ তাঁর ডিজাইন করা।
মেয়ে স্নেহার সঙ্গে মা আঁখি আলমগীর
কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের সঙ্গে।
লোকধাঁচের গানে স্বাচ্ছন্দ্যবোধ করেন না তিনি। তাঁর মতে, এই ধাঁচের গানে আলাদা ভয়েস কোয়ালিটি লাগে।
আঁখি আলমগীর মনে করেন, তাঁর কণ্ঠটা আধুনিক গানের জন্যই উপযুক্ত।
লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হল ও অস্ট্রেলিয়ার অপেরা হাউস মিলনায়তনে গাওয়ার স্বপ্ন আছে তাঁর।
‘মখমল’ নামে একটি ফ্যাশন হাউস চালু করেছেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।