
ব্যতিক্রমী টিভি অনুষ্ঠান ঈদ আনন্দমেলার জন্য তৈরি হয়েছে নতুন একটি গান। ‘সম্প্রীতি ও সাহসের গান’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ ও ভারতের ছয় শিল্পী। তাঁরা হলেন বাংলাদেশের তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ ও চন্দন সিনহা এবং ভারতের ঊষা উত্থুপ, জয় সরকার ও রাঘব চট্টোপাধ্যায়। কবির বকুলের লেখা এ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী।
ঈদ আনন্দমেলা স্টুডিও অংশের দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। তবে এই গানের শিল্পীরা যাঁর যাঁর বাড়িতে বসেই গানটির ভিডিওচিত্র ধারণের কাজটি করেছেন। গান প্রসঙ্গে গতকাল সন্ধ্যায় কুমার বিশ্বজিৎ বললেন, ‘এই গানের ব্যাপারে চন্দন সিনহা প্রথম আমাকে প্রস্তাব দেয়। যেহেতু তার সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক, তারও দীর্ঘদিনের একটা আবদার ছিল, আমার সঙ্গে একটা গান করার। আনন্দমেলা কর্তৃপক্ষও আমার সঙ্গে যোগাযোগ করল। আমরাও ভাবলাম, কেন নয়। করোনার এই লকডাউনে ঈদের মতো বড় উৎসবে এমন ভাবনার গান বিটিভিতে প্রচার হলে দারুণ হয়। পরে অবশ্য দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও গানটি প্রচারিত হবে।’
গানটি নিয়ে কথা হয় তপন চৌধুরীর সঙ্গে। তিনি বললেন, ‘এই গানের কথা, সুর-সংগীত থেকে শুরু করে সবকিছুই ছিল খুবই সুন্দর। সবচেয়ে চমৎকার যে ব্যাপারটি ঘটেছে, গানে সম্প্রীতি ও সাহসের কথা অসাধারণভাবে ফুটে উঠেছে। সবাই মিলে গানটি গেয়েছেও দারুণ।’
ভারতীয় কণ্ঠশিল্পী রাঘব চ্যাটার্জিও সম্প্রীতি ও সাহসের গানটি গেয়ে ভীষণ উচ্ছ্বসিত। তিনি বললেন, ‘এই গানের ভাবনাটা দারুণ। আমি ভীষণ খুশি হয়েছি। সব গান গেয়ে তো তৃপ্তি হয় না। এই গানটা গেয়ে ভীষণ শান্তি পেয়েছি।’ ভারত থেকে ঊষা উত্থুপ বলেন, ‘চমৎকার একটি গান গেয়েছি। বাংলাদেশের টেলিভিশন ঈদ উৎসবে এমন একটি চমৎকার গানের অন্য অনেকের সঙ্গে অংশ হওয়াটা সত্যিই ভীষণ আনন্দের।’
আনন্দমেলায় আরও গান গেয়েছেন মমতাজ, জানিয়েছেন এই অনুষ্ঠানের প্রযোজক মাহফুজা আক্তার। অনুষ্ঠান উপস্থাপনা করেছেন ফেরদৌস ও পূর্ণিমা।