নাচে-গানে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করলেন শিল্পীরা

নাচে-গানে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করলেন শিল্পীরা
ছবি: শিল্পকলা একাডেমির সৌজন্যে

শিল্পকলা একডেমি প্রতিষ্ঠার ৪৮তম বছর। সেই আনন্দ উদ্‌যাপনে ছিল নানা আয়োজন। গানের শিল্পী গাইলেন, নাচের শিল্পীরা করলেন নাচ। আলোচনা, স্বপ্ন ও বাস্তবায়নের ফিরিস্তি তুলে ধরলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ছিল এমনই সব আয়োজন।

বিকেলে একাডেমির নন্দন মঞ্চে জাতীয় পতাকা ও একাডেমির পতাকা উত্তোলন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ সময় জাতীয় সংগীত এবং বঙ্গবন্ধুকে নিয়ে শিশুসংগীত ‘ধন্য মুজিব ধন্য’ পরিবেশন করে একাডেমির শিশুসংগীত দল। ‘শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের’ গানে একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে উন্মোচন করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ বাই ৩২ ফুট প্রতিকৃতি। এগুলো ৭ মার্চ পর্যন্ত দেখে আসা যাবে। এ ছাড়া জাতীয় চিত্রশালার ২ ও ৩ নম্বর গ্যালারিতে রয়েছে সাম্প্রতিক কালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কার্যক্রম নিয়ে ১০ দিনের প্রদর্শনী।

একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে উন্মোচন করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ বাই ৩২ ফুট প্রতিকৃতি

বিকেলে জাতীয় নাট্যশালা মিলনায়তনে ছিল একাডেমির সাম্প্রতিক সময়ে প্রকাশিত ২৪টি বইয়ের পাঠ উন্মোচন। স্বাগত বক্তব্য দেন একাডেমির সচিব মো. আছাদুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।

সাংস্কৃতিক পর্বে ছিল ‘শুভেচ্ছা ভালোবাসা’ শিরোনামে নৃত্য। পরিবেশন করেন একাডেমির নৃত্যশিল্পীরা। ‘প্রত্যয় হাতে হাতে’ ও ‘আমরা সুন্দরের অতন্দ্র প্রহরী’ গানে নাচ পরিবেশন করে একাডেমির শিশু নৃত্যদল। মেহরাজ হক তুষারের পরিচালনায় ‘সহজ মানুষ’ গানে নাচ পরিবেশন করেন বাংলা একাডেমির নৃত্যশিল্পীরা। ফিফা চাকমা পরিচালিত সম্প্রীতি পরিবেশন করে ক্ষুদ্র নৃগোষ্ঠী নৃত্যদল। এ ছাড়া ছিল নৃত্যালেখ্য ষড়্‌ঋতু।

জাতীয় চিত্রশালার ২ ও ৩ নম্বর গ্যালারিতে রয়েছে সাম্প্রতিক কালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কার্যক্রম নিয়ে প্রদর্শনী

একক সংগীত পরিবেশন করেন খায়রুল আনাম শাকিল, ফরিদা পারভীন, সুরবালা রায় প্রমুখ। একাডেমির অ্যাক্রোবেটিক দলের পরিচালনায় ক্যাপড্যান্স, চেয়ার সেটিং, রিং ড্যান্স, দিয়াবো ব্যালেন্স ও নেক আয়রন বার নিয়ে ছিল পাঁচটি পরিবেশনা। আবৃত্তি করেন আহকাম উল্লাহ ও ডালিয়া আহমেদ। একাডেমির বাউল দল গেয়ে শোনায় ‘সোনার মানুষ চাই’, শিশুদল শোনায় ‘আমরা সবাই মঞ্চকুঁড়ি’ ও ‘এ মাটি নয় জঙ্গিবাদের’। একাডেমির সংগীতশিল্পীদের পরিবেশনায় প্রয়াত পাঁচ শিল্পী লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপ্পি লাহিড়ী, সুবীর নন্দী ও এন্ড্রু কিশোরের গান গেয়ে জানানো হয় শ্রদ্ধা। একাডেমির ভাওয়াইয়া দল শোনায় ‘সোনার এ দেশ’ গানটি।

একাডেমির বাউল দল গেয়ে শোনায় ‘সোনার মানুষ চাই’

জাতীয় সংস্কৃতি ও কৃষ্টির উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের মাধ্যমে সব মানুষের জন্য শিল্প–সংস্কৃতির প্রবাহ তৈরি করতে ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি।