পরপর দুটি গান ইউটিউবে প্রকাশিত হলো সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের। একটি সিনেমার, অন্যটি মিউজিক ভিডিও। দুটি গানই রোমান্টিক ঘরানার। ‘বিদ্রোহী’ সিনেমার গানটির শিরোনাম ‘ভাবিনি কখনো এভাবে’। মিউজিক ভিডিওর শিরোনাম ‘আলো’। সিনেমার গানটি একক হলেও ‘আলো’ গানটিতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘গানের রাজা’খ্যাত শিল্পী পনি চাকমা।
বছর দেড়েক আগে কোনো পারিশ্রমিক ছাড়াই ‘গানের রাজা’র সেরা পাঁচজনকে নিয়ে মৌলিক গান বের করার কথা ঘোষণা দিয়েছিলেন ইমরান। ইমরান নিজেও ‘গানের রাজা’ প্রতিযোগিতার একজন বিচারক ছিলেন। এরই মধ্যে সেরা পাঁচের শফিকুল, লাবিবা ও সিঁথি সরকারকে নিয়ে গান করেছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার পনি চাকমার সঙ্গে গাইলেন ইমরান। তিনি বলেন, ‘আমি আমার কথা রেখেছি। “গানের রাজা” প্রতিযোগিতার সেরা পাঁচের চারজনের সঙ্গে গান করা হয়ে গেল। এখন বাকি আছেন লোরা। এ বছরই তাঁকে নিয়ে গান করার ইচ্ছা।’
‘ভাবিনি কখনো এভাবে’ গানটি ১৯ মার্চ প্রকাশিত হয়েছে। এ পর্যন্ত গানটির দর্শক ভিউসংখ্যা ৫ লাখ ৮০ হাজারের ওপরে। অন্যদিকে, ‘আলো’ গানটি ২৩ মার্চ প্রকাশের পর এ পর্যন্ত প্রায় ৫ লাখ ৭৭ হাজার দর্শক ভিউ ছাড়িয়েছে।
এ ব্যাপারে ইমরান বলেন, ‘সিনেমার গানটি আরও এগিয়ে যেতে পারত। কারণ, যে চ্যানেল থেকে গানটি প্রকাশিত হয়েছে, এটি নতুন একটি চ্যানেল। সাবস্ক্রাইবার মাত্র ৪০ হাজার।’ ‘ভাবিনি কখনো এভাবে’ গানটির নিচে লাইক ২২ হাজার। কমেন্ট আড়াই হাজার। এক মন্তব্যকারী লিখেছেন, ‘এ ধরনের সুন্দর সুন্দর গান দিয়ে বাংলা সিনেমা আবার নতুন করে জেগে উঠুক।’
‘আলো’ গানটিতে দুদিনেই ৩০ হাজার লাইক ও সাড়ে তিন হাজার কমেন্ট দর্শকের। গানটির নিচে একজন দর্শক মন্তব্য করেছেন, ‘“আলো” গানটি এক সপ্তাহের মধ্যেই মিলিয়ন ভিউ ছাড়িয়ে যাবে।’
তবে এ গায়ক জানান, পরপর দুটি গান প্রকাশ করা না হলে ভালো হতো। একটি প্রকাশের মাঝে মাসখানেক বিরতি দিয়ে আরেকটি প্রকাশিত হলে দুটি গানই আলাদা করে আরও এগিয়ে যাওয়া সহজ ছিল।
তাহলে পরপর প্রকাশ করলেন কেন? জানতে চাইলে ইমরান বলেন, ‘“আলো” গানটি কবে আসবে, সেটা আগে থেকেই নির্ধারণ ছিল। কিন্তু সিনেমার গানটি প্রকাশের ব্যাপারটা আমি জানি না। এটি ছবির প্রযোজক জানতেন। আমাকে আগে থেকে জানালে একটু গ্যাপ দিয়ে প্রকাশের অনুরোধ করতাম।’
বর্তমান সময়ে এসে সার্বিকভাবে গানের বাজার অনেকটাই ঝিমিয়ে পড়েছে বলে মনে করছেন ইমরান। তিনি বলেন, ‘এখন তো সবাই গান করছেন না। ভালো গান কম হচ্ছে। গানের প্রযোজক কমে গেছে। অনেকই নাটক প্রযোজনা করছেন। নাটকের বাজার এখন চাঙা। শিল্পীরা তো আর নিজের পকেটের টাকা খরচ করে বারবার গান বের করবেন না। তার মধ্যেও দু–একটি গান শ্রোতাপ্রিয়তা পাচ্ছে।’
‘ভাবিনি কখনো এভাবে’ গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর-সংগীত করেছেন আকাশ সেন। ‘আলো’ গানটি লিখেছেন রবিউল ইসলাম। সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই।
‘আলো’ গানটিতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল।