
প্রায় এক বছর পরে নতুন গান নিয়ে এলেন প্রীতম হাসান। এত দেরি কেন? হাসিমুখে প্রীতমের জবাব, ‘এর মাঝে অভিনয় করলাম। আর গান নিয়ে বড় পরিসরে আসার প্রস্তুতি ছিল। করোনার কারণে সম্ভব হয়নি। এখন আর শ্রোতা–দর্শকদের বঞ্চিত করতে চাই না। এখন নিয়মিত গান পাবেন তাঁরা।’ প্রীতমের এই গান আজ রাতে অনলাইনে প্রকাশ পাবে।
গানটি তৈরির পেছনের গল্পটাও মজার।
বন্ধুদের প্রেম নিয়ে অনেক স্মরণীয় স্মৃতি জমা আছে প্রীতমের কাছে। তাঁদের অনেক ঘটনারও তিনি সাক্ষী। এই গায়ক বলেন, ‘বন্ধুদের প্রেম নিয়ে অনেক গল্প শুনেছি। তারা অনেকেই ভালোবাসার মানুষ ছাড়া কিছুই বোঝে না। অথচ সেই ভালোবাসার মানুষই অন্যের সামনে তাদের ছোট করে। ভালোবাসার প্রতিদান ছোট করে দেখায়। বন্ধুরা দুঃখে কাতর হয়। অনেকের কাছে মনে হয় বেঁচে থেকে লাভ কী। এই ভুল–বোঝাবুঝি, ইমোশনের মুহূর্তগুলো গানের কথায় তুলে ধরেছি।’
শুধু বন্ধুদের প্রেমের অভিজ্ঞতা নাকি নিজের অভিজ্ঞতাও গানে তুলে এনেছেন? ‘আমার জীবনে প্রেম নিয়ে এমন কোনো ঘটনার মুখোমুখি হইনি যে কারণে ছোট হতে হয়েছে। আমি দূর থেকে মানুষ দেখলেই চিনতে পারি কে কেমন, সেই ক্ষমতা আমার আছে। তা ছাড়া আমার গানে ব্যক্তিগত জীবনের কোনো কিছু থাকে না। সব বাইরে থেকে সংগ্রহ করা। আমি অন্যদের অভিজ্ঞতা গানের মধ্য দিয়ে ভক্তদের শেয়ার করি। আমি সবার সঙ্গে ভালো মিশতে পারি।’
‘আপনি তো অভিনয় নিয়েই বেশি ব্যস্ত। গান কি কমিয়ে দিচ্ছেন?’ ‘না না ভাই, গানই আমার ভালোবাসার জায়গা। পরে অভিনয়,’ বলেন প্রীতম হাসান। ‘মরে যাক’ শিরোনামের এই গানটির কথা, কণ্ঠ, সুর ও সংগীত প্রীতমের করা। গানটিতে মডেল হয়েছেন ইসরাত সাবরিন। আজ বৃহস্পতিবার রাতে প্রীতমের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে। এর আগে তিনি ‘কাবাবের হাড্ডি’ শিরোনামে গান করেছিলেন।