ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে সিঁথি সাহার নতুন গান ‘গড়েছি মা’র ভিডিও
ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে সিঁথি সাহার নতুন গান ‘গড়েছি মা’র ভিডিও

ভিডিওতে এ কোন সিঁথি!

সোমবার সন্ধ্যায় রঙ্গন মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে সিঁথি সাহার নতুন গান ‘গড়েছি মা’র ভিডিও। সিঁথি সাহা জানালেন এটি পূজার গান, উৎসবের গান। তাই একটু ভিন্নভাবে তাঁকে ভিডিওতে উপস্থাপন করা হয়েছে।
আগের দু-একটি গানের ভিডিওতে গানের সঙ্গে নিজের কিছু সংলাপ থাকলেও এবারই প্রথম গানের সঙ্গে নাচলেন সিঁথি সাহা। ছোটবেলায় অনুশীলন থাকলেও অনেক বছর ধরে নাচের কোনো চর্চা ছিল না। প্রায় ১৫ বছর পর নাচলেন, জানালেন সিঁথি সাহা।

বলেন, ‘ভিডিওর শুটিংয়ের আগে জানতাম না, গানের সঙ্গে আমাকে নাচতে হবে। লোকেশনে গিয়ে পরিচালকের কাছ থেকে জানতে পারি। পরে শুটিংয়ের আগে লোকেশনে নাচের ছেলেমেয়েদের কাছ থেকে অনুশীলন করেছি। প্রায় দুই ঘণ্টা ধরে অনুশীলন করতে হয়েছে।’

সিঁথি সাহা

গানটির কথা লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীত করেছেন উজ্জ্বল সিনহা। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা।

সিঁথি সাহা

গত সপ্তাহে কলকাতা থেকে ফিরেছেন সিঁথি সাহা। জানালেন সেখানে ঊষা উথুপের সঙ্গে একটি ডুয়েট গান করার কথা ছিল। কিন্তু মাঝপথে অসুস্থ হয়ে পড়ায় কাজটি আর শেষ করতে পারেননি। সিঁথি বলেন, ‘পূজায় গানটি প্রকাশের কথা ছিল। কিন্তু ওখানে গিয়ে অসুস্থ হয়ে দুই দিন বাসা থেকে বেরই হতে পারিনি। পরে কাজটি রেখে চলে আসতে হয়েছে।’ জানালেন চলতি মাসের শেষ দিকে গানটির কাজ শেষ করতে আবারও কলকাতা যাবেন তিনি।

সিঁথি সাহা

এ মাসেই ইমরানের সঙ্গে দ্বৈত কণ্ঠে সিঁথি সাহার নতুন গান অনুপম মিউজিক থেকে প্রকাশের কথা আছে। ‘বেহাল বেঘোর’ শিরোনামে গানটি লিখেছেন কলকাতার রাজীব দত্ত। সুর ও সংগীত করেছেন ডাব্বু। সিঁথি সাহা জানান, রোমান্টিক ঘরানার গান। গানের ভিডিও ধারণ শেষ হয়েছে। প্রকাশের প্রস্তুতি চলছে।