১১ বছর পর

একসময় ঢাকার অডিও গানের ভুবনে অন্যতম সফল জুটি ছিলেন কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও গীতিকার জুলফিকার রাসেল। একসঙ্গে বেশ কিছু গান করেছেন তাঁরা, সেসব পেয়েছিল জনপ্রিয়তা। এ জুটির শেষ গান ছিল ২০১০ সালে। তারপর ১১ বছর একসঙ্গে গান বাঁধেননি তাঁরা।

জুলফিকার রাসেল ও বাপ্পা মজুমদার
সংগৃহীত ছবির কোলাজ

সম্প্রতি আবারও এক হলেন দুজন, করলেন নতুন গান। ১২ আগস্ট রাতে বাপ্পার বনানীর স্টুডিওতে হয়ে গেল নতুন গান ‘কিছু নেই যার তুমি ছাড়া’-এর রেকর্ডিং। গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী টিনা রাসেল। গানটি নির্মিত হচ্ছে বাপ্পা মজুমদারের প্রকল্পের আওতায়, যেখানে বাপ্পার সুর-সংগীতায়োজনে তৈরি হচ্ছে আটটি গান। গাইছেন তাঁর প্রিয় আট নারী শিল্পী কনা, আলিফ, রমা, এলিটা, জয়িতা, কোনাল, তাসফি এবং টিনা রাসেল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাপ্পা ও রাসেল প্রসঙ্গে জানানো হয়েছে, আবারও তাঁরা কাজ শুরু করলেন। সামনে দুজন আরও কাজ করবেন। বাপ্পা-জুলফিকার রাসেল জুটির গান করে উচ্ছ্বসিত টিনা রাসেল। তিনি বলেন, ‘তাঁদের কথা-সুর-কণ্ঠের মুগ্ধ শ্রোতা আমি। তাঁদের গান শুনতাম আর ভাবতাম, আমিও যদি এই জুটির সঙ্গে একটা গান করতে পারতাম! সেই স্বপ্ন এবার পূরণ হলো। আরও ভালো লাগছে এই ভেবে যে ১১ বছর পর বাপ্পা-জুলফিকার জুটি আবারও গান করলেন, যে গানে কণ্ঠ দেওয়ার সৌভাগ্য হলো আমার। নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।’

বাপ্পা জানান, ‘কিছু নেই যার’সহ আরও কয়েকটি গান এরই মধ্যে তৈরি হয়েছে। ধারাবাহিকভাবে সেগুলো প্রকাশিত হবে তাঁর ইউটিউব চ্যানেলে। এই প্রকল্পের আওতায় নিজের পছন্দের আরও বেশ কজন শিল্পীর গান করবেন তিনি, তবে সেসব পরের মৌসুমে। সেসব গানের সুর-সংগীতে চলবে নানাবিধ পরীক্ষা-নিরীক্ষা, সফট মেলোডির সঙ্গে থাকবে সেমি ক্ল্যাসিক্যাল ধুন।