‘অড সিগনেচার’ ব্যান্ডের সদস্যরা
‘অড সিগনেচার’ ব্যান্ডের সদস্যরা

কনসার্টে ফিরছে অড সিগনেচার

কনসার্টে ফিরছে অড সিগনেচার। আগামী ১ আগস্ট রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে (কেআইবি) ‘অড সিগনেচার দ্য কামব্যাক’ শিরোনামের কনসার্ট দিয়ে ফিরছে তারা। এদিন বেলা তিনটায় শুরু হবে কনসার্ট। গত বছর সিলেটে এক কনসার্টে যাওয়ার পথে নরসিংদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল আহাসান তানভীর পিয়াল এবং মাইক্রোবাসের চালক আবদুস সালাম মারা যান, আহত হন ব্যান্ডের আরও তিন সদস্য। ব্যান্ডটি এরপর অনির্দিষ্ট বিরতিতে চলে যায়। এক বছর পর আবার কনসার্টে ফিরছে তারা।

বেশ কয়েক মাস ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীতবিষয়ক বিভিন্ন পেজ ও গ্রুপে নিয়মিতই অড সিগনেচারকে ফেরার আকুতি জানাচ্ছিলেন ভক্তরা। কিন্তু মানসিক ট্রমা ও পরিবার থেকে অনুমতি না পাওয়ায় ফেরা হচ্ছিল না। তবে চলতি বছরের মে মাসে ভক্তদের ডাকে সাড়া দিয়ে ‘জগৎ মঞ্চ’ শিরোনামের একটি গান দিয়ে আবারও গানের দুনিয়ায় ফেরে অড সিগনেচার। তবে কনসার্ট কার্যক্রম বন্ধই ছিল। অবশেষে কনসার্টে ফেরার সুখবর দিয়েছে তারা। কনসার্টটি নিয়ে ব্যান্ডের কি-বোর্ডিস্ট ও ভোকাল অমিতাভ প্রথম আলোকে বলেন, ‘একক কনসার্ট হলেও অতিথি কয়েকজন শিল্পীও পারফর্ম করবেন। পরিচিত গানের সঙ্গে অপ্রকাশিত কিছু গানও প্রকাশ করা হবে।’

অমিতাভ আরও জানান, ব্যান্ডের নতুন সদস্য, ভবিষ্যৎ পরিকল্পনা—সবকিছু কনসার্টের দিনই আনুষ্ঠানিকভাবে জানাবেন তাঁরা।
২০১৭ সালে যাত্রা করে অড সিগনেচার তরুণ শ্রোতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করে। তাদের ‘আমার দেহখান’ গানটি অনুরাগীদের ছাপিয়ে সাধারণ মানুষের মুখে মুখেও ফেরে। এর বাইরে ‘ঘুম’, ‘প্রস্তাব’, ‘দুঃস্বপ্ন’, ‘মন্দ’ শিরোনামের গানগুলোও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে।