রুনা গাইবে আমি আবৃত্তি করব : শাবানা আজমি

বাংলাদেশের পাশাপাশি ভারতেও অনেক গান করেছেন রুনা লায়লা, অনেকের সঙ্গেই তৈরি হয়েছে সম্পর্ক। ভারতে গেলে তাঁদের সঙ্গে যেমন দেখা হয়, তাঁরাও বাংলাদেশে এলে রুনা লায়লার অতিথি হন। শিল্পীর ৭০ তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমি
রুনা লায়লা
রুনা লায়লা

রুনা, তোমার জন্মদিনে সুস্বাস্থ্য কামনা করছি। অনেক অনেক ভালোবাসা রইল। একসঙ্গে অনেকটা সময় আমরা পেরিয়ে এসেছি। দেখেছি তোমার গান নিয়ে দর্শকদের বাঁধভাঙা উল্লাস।

শাবানা আজমি

‘দমা দম মাস্ত কালান্দার’ গানের প্রথম নোটের সঙ্গে সঙ্গে দর্শকদের উচ্ছ্বাস—এখনো আমার কানে ধ্বনিত হয়, চোখের সামনে ভাসে তোমার মুখ। বয়সের সঙ্গে এখন তুমি হয়তো আগের সব অভিজ্ঞতাকে আলিঙ্গন করতে পারো। আমাদের সেই দিন হয়তো বেশি দূরে নয়, যেদিন মঞ্চে তুমি গাইবে আর আমি আবৃত্তি করব। তোমার জন্য অনেক ভালোবাসা ও অন্তরের অন্তস্তল থেকে শ্রদ্ধা।