জুলাইয়ের গান ‘আমি জুলাই–এর গল্প বলব বন্ধু’ নিয়ে আসছেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। আজ রোববার বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি জানান, মঙ্গলবার রাত আটটায় গানটি প্রকাশিত হবে।
গানটি নিয়ে সায়ান বলেন, ‘একটা গানে খুব বেশি গল্প ধরে না। খুব বেশি ভালোবাসা ধরে না। খুব বেশি স্মরণ করা যায় না। খুব বেশি সম্মান ধরে না। তবু গানই এখনো আমার সবচেয়ে বিশ্বস্ত সহজ চেনা আশ্রয়, নিজের অনুভূতি, ভালোবাসা, বিদ্রোহ, রাগ, দুঃখ, প্রেম, অভিমান...সবকিছু প্রকাশের।’
২০২৪ সালের জুলাইয়ের গণ–অভ্যুত্থানে সক্রিয় ছিলেন সায়ান। আন্দোলন নিয়ে তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘জুলাই ২০২৪ আমার জীবনের অনেক বড় ঘটনা। রাজনৈতিকতার বিচারে সবচেয়ে বড় ঘটনা। এ গানটা বেঁধেছি, এটা আমার ভালোবাসা। এটা আমার দুঃখও। আমি জুলাইয়ের রক্ত দেখেছি। আমি আজীবন ঢাল হয়ে দাঁড়াব এই সংগ্রামকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে। বাংলাদেশের যাত্রা চলছে এবং চলবে।’
সায়ানের ভাষ্য, ‘এই মাটির সন্তানদের রক্তের ওপর দাঁড়িয়ে বেঁচে থাকি রোজ। আমি কোনো দিন এই নতুন জীবনকে হেলায় নেব না। আমি একে আগলাব। সহস্র শত্রুর মুখে ছাই দিয়ে আমরা জুলাই হয়ে বাংলাদেশকে আগলাব, তাতে আমার অন্তরে বিন্দুমাত্র সন্দেহ নাই।’
জুলাই–পরবর্তী বাংলাদেশ নিয়েও কথা বলেছেন সায়ান। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘জুলাই–পরবর্তী বাংলাদেশে দুঃস্বপ্নের মতো যা কিছু ঘটছে, তার সবকিছু আমাদের নতুন এবং চলমান লড়াই। সেটাও আমাদেরই লড়তে হবে। জুলাই সাধারণ মানুষের প্রতিরোধের গল্প। মানুষের কোনো প্রতিরোধই কখনোই ভুল নয়। তাকে আরও আরও সফল করার ভার আমাদের বাংলাদেশের সবার। আমি এটুকুই বুঝি। বাকি লড়াই আমরা লড়ে নেব। লড়াই চলছে এবং চলবে।’
‘আমি জুলাই-এর গল্প বলব বন্ধু’ গানের সংগীতায়োজন করেছেন শফিকুজ্জামান শাওন, ভিডিও চিত্র নির্মাণ করেছেন সুরঞ্জিত কুমার।