মঙ্গলবার সন্ধ্যায় নগরবাউল জেমসকে পাওয়া যায় অন্য মেজাজে। প্রণয় থেকে বিয়ে, পুত্রসন্তানের পৃথিবীতে আগমন—সবকিছু নিয়েই কথা বলেছেন খোলামেলা। তিনি বললেন, ‘হতে পারে এটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। এ অনুভূতি অসাধারণ। এটা আসলে কীভাবে প্রকাশ করব, সে ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এতটুকু বলব, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই জিবরান ও তার মায়ের জন্য দোয়া রাখবেন।’