Thank you for trying Sticky AMP!!

অবন্তি সিঁথি। গায়িকার সৌজন্যে

বিয়ে করছেন গায়িকা অবন্তি সিঁথি

গায়িকা অবন্তি সিঁথি বিয়ে করছেন। পাত্র অমিত দে লন্ডনপ্রবাসী, সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন।

পাশাপাশি গানও করেন। আগামী ১৫ ডিসেম্বর ঢাকার মিরপুরে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সোমবার সন্ধ্যায় সিঁথি প্রথম আলোকে তাঁর বিয়ের খবরটি নিশ্চিত করেন।

Also Read: ছিলাম হুইসেল কুইন, এখন শিস প্রিয়া: অবন্তী সিঁথি

অবন্তি সিঁথি বললেন, ‘বছরখানেক আগে মিথুনদার (গায়ক ও যন্ত্রশিল্পী মিথুন চাক্রা) উদ্যোগে একটি গান তৈরির পরিকল্পনা হয়।

অবন্তি সিঁথি

সেই গানে কণ্ঠ দেওয়ার কথা ছিল অবন্তি ও অমিতের। এই প্রকল্পের কাজের সূত্রে দুজনের পরিচয়। তারপর কথাবার্তা হয়। এরপর পুরো ব্যাপারটি পারিবারিকভাবে এগিয়েছে।’

অবন্তি সিঁথির হবু বর এখন লন্ডনে আছেন। তাঁদের দুজনের সামনাসামনি দেখাও হয়নি।

অমিত দে। অবন্তি সিঁথির সৌজন্যে

বিয়ে উপলক্ষে ৮ ডিসেম্বর তাঁর ঢাকায় আসার কথা রয়েছে বলে জানালেন সিঁথি। হাসতে হাসতে সিঁথি বললেন, ‘সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যে গান করার কারণে আমাদের পরিচয়, সেই গানই এখনো হয়নি। তার আগে বিয়ে হয়ে যাচ্ছে। তবে বিয়ে উপলক্ষে একটি গান রেকর্ড করব ভাবছি।’