ক্রিস মার্টিন ও শাহরুখ খান। কোলাজ
ক্রিস মার্টিন ও শাহরুখ খান। কোলাজ

কোল্ডপ্লের উচ্ছ্বাসের জবাব দিলেন শাহরুখ

এই মুহূর্তে ভারত সফরে আছে বিশ্বের জনপ্রিয় ব্যান্ড ‘কোল্ডপ্লে’। গতকাল রোববার নিজেদের দ্বিতীয় কনসার্টে মুম্বাইয়ে পারফর্ম করে ব্যান্ডটি। আর এদিন পারফরম্যান্সের সময় ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের নামে চিৎকার দিয়ে দর্শকদের অবাক করেছেন ব্যান্ডটির গায়ক ক্রিস মার্টিন। এদিন চিৎকার দিয়ে দর্শকদের উদ্দেশে এ গায়ক বলেন, ‘শাহরুখ খান, ফরএভার’, আর তা শুনে অভিনেতার ভক্তরা উচ্ছ্বসিত হয়ে পড়েন। এই মুহূর্তের ভিডিও হয়েছে ভাইরাল যা চোখ এড়ায়নি বলিউড বাদশাহরও। তাই এবার ক্রিস মার্টিনকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ। তিনি বলেন, ‘আমি দারুণ বোধ করেছি।’

কোল্ডপ্লের সেই কনসার্টের বেশ কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে। তার মধ্যে একটিতে শাহরুখের জন্য চিৎকার দিতে দেখা যায় ক্রিস মার্টিনকে। ভিডিওতে কোল্ডপ্লে পারফর্ম করার সময় একটি মিউজিকের মাঝখানে ক্রিস বলেন, ‘শাহরুখ খান, ফরএভার’। এ কথা বলতেই স্টেডিয়ামে উপস্থিত শাহরুখের ভক্তরা উল্লাসে ফেটে পড়েন, ফোনে আলো জ্বালিয়ে চিৎকার করে ওঠেন।

আজ সোমবার নিজের এক্স হ্যান্ডলে ভিডিওটি শেয়ার করে ক্রিসকে একটি বার্তা দেন শাহরুখ। তিনি লেখেন, ‘তারাদের দিকে তাকান, দেখুন, তারা আপনার জন্য কীভাবে জ্বলজ্বল করছে। ভাই ক্রিস মার্টিন, দারুণ বোধ করছি, একেবারে তোমার গানের মতো। তোমাকে ভালোবাসি। তোমার টিমের জন্য রইল শুভেচ্ছা। বন্ধু, তুমি কোটিতে একজন। ভারত তোমাকে ভালোবাসে।’ তা ছাড়া ভিডিওতেও শাহরুখ লেখেন, ‘ক্রিস মার্টিন, ফরএভার’।

২০১৬ সালে ভারতে গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালে পারফর্ম করেছিল কোল্ডপ্লে। সে সময় ক্রিস মার্টিনের জন্য পার্টির আয়োজন করেছিলেন শাহরুখ।