Thank you for trying Sticky AMP!!

প্রেমিক হারানোর ভয় ছিল তাঁর

টেইলর সুইফট

গত শুক্রবার নতুন করে প্রকাশ পেয়েছে টেইলর সুইফটের ‘স্পিক নাউ’ অ্যালবামের ‘বেটার দ্যান রিভেঞ্জ’ গানটি। ২০১০ সালে প্রকাশ পাওয়া গানটির কথা নিয়ে ভক্তমহলে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল। ১৩ বছর পরে সেই বিতর্কিত ‘বেটার দ্যান রিভেঞ্জ’ লাইনটি পরিবর্তন করেছেন এই গায়িকা।

বিতর্কিত অংশ ফেলে দেওয়ায় খুশি এই গায়িকার ভক্তরা। গানটি গতকাল ইউটিউবে প্রকাশের সঙ্গে সঙ্গে মন্তব্যের ঘরে সেই কথা জানিয়ে দিয়েছেন। ভক্তরা লিখেছেন, ‘আমি তার গান ভালোবাসি। তার কণ্ঠ এখন অনেক পরিবর্তন হয়েছে। গায়িকা হিসেবে সে এখন অনেক পরিপক্ব।’

Also Read: আবারও 'একা' টেইলর সুইফট

আরেকজন লিখেছেন, ‘গানের কথা পরিবর্তন হয়েছে দেখে কষ্ট পেয়েছি। তবে এটা কোনো ব্যাপার না। আমি এখনো তাঁর রক গান ভালোবাসি। তিনি একটুও হতাশ করেননি; বরং লিরিক্যাল এই গানের কথার সঙ্গে কাচ ভেঙে যাওয়ার অংশটা দারুণ ছিল।’

‘স্পিক নাউ’ অ্যালবামের সব কটি গানই টেইলর সুইফটের লেখা। এ নিয়ে ইনস্টাগ্রামে গায়িকা লিখেছেন, ‘আমি যখন প্রথম “স্পিক নাউ” অ্যালবাম নিয়ে কাজ শুরু করি, তখন সব কটি গানই নিজস্ব ভাবনা থেকে লেখা।

টেইলর সুইফট

তখন আমার বয়স ছিল আঠারোর কিছু বেশি। গানে তখন সেভাবেই উঠে এসেছিল আমার ভাবনার নিষ্ঠুর সততা, অনিচ্ছাকৃত ব্যক্তিগত প্রসঙ্গ, স্বীকারোক্তি ও বন্য ইচ্ছাশক্তি’

১৩ বছর আগে গানটির লাইন নিয়ে বিতর্ক শুরু হলে ২০১৪ সালে তিনি দ্য গার্ডিয়ানে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘তখন আমার বয়স ছিল ১৮। এই বয়সটায় এটাই চিন্তা করা স্বাভাবিক—বয়ফ্রেন্ডকে যে কেউ নিয়ে যেতে পারে। যখন আপনি বড় হবে বুঝতে শিখবেন, বয়ফ্রেন্ডকে কেউ নিয়ে যেতে পারবে না, যদি না সে ছেড়ে যায়।’

টেইলর সুইফট

সেই সময় এটাও জানিয়েছিলেন, প্রেমিককে হারানোর ভয় ছিল।

গত মে মাসে এই গায়িকা একটি কনসার্টে ঘোষণা দিয়েছিলেন ১৩ বছর আগের অ্যালবামের গান পুনরায় রেকর্ডিং করবেন। এটার নাম দিয়েছেন ‘টেইলরস ভার্সন’। গানগুলো পর্যায়ক্রমে আসবে। এটা নিয়েই তাঁর ব্যস্ততা।

সূত্র: ভ্যারাইটি