Thank you for trying Sticky AMP!!

মাইকেল জ্যাকসন। রয়টার্স

মৃত্যুর ১৪ বছর পরও সর্বোচ্চ আয়

মৃত্যুর ১৪ বছর পরও ফিরে ফিরে আসেন পপ সম্রাট মাইকেল জ্যাকসন। এখনো তাঁকে নিয়ে বিশ্বের অগণিত মানুষের কৌতূহলের শেষ নেই। ফলে হামেশাই তাঁকে নিয়ে চর্চা হয় সংবাদমাধ্যমে। তাঁর গান আর ‘মুনওয়াক’ নাচের অনুরাগী ছড়িয়ে আছে বিশ্বজুড়ে।

আবারও সংবাদের শিরোনামে এলেন মাইকেল জ্যাকসন। আয়ের রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি। ২০২৩ সালে মৃত তারকারা কে কী পরিমাণ অর্থ আয় করেছেন, তার একটি তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস।

Also Read: মাইকেল জ্যাকসনের সেরা পাঁচ গান

এ বছর ১১৫ মিলিয়ন ডলার আয় করে শীর্ষে রয়েছেন মাইকেল জ্যাকসন। তাঁকে নিয়ে শো, বায়োপিক নির্মাণের চুক্তি থেকে এ অর্থ এসেছে।

এর মধ্যে মাইকেল জ্যাকসনকে নিয়ে ‘এমজে: দ্য মিউজিক্যাল’ শো থেকে ৮৫ মিলিয়ন ডলার এসেছে বলে জানিয়েছে ফোর্বস। তাঁর বায়োপিক নির্মাণ করছেন হলিউড পরিচালক অ্যান্টনি ফুকো, বায়োপিকের চুক্তি থেকেও মোটা অঙ্কের অর্থ এসেছে।

প্রতিবছরই এই তালিকা প্রকাশ করে ফোর্বস। চার বছর পর তালিকার শীর্ষে ফিরলেন জ্যাকসন। ২০১৯ সালে তালিকায় শীর্ষে ছিলেন তিনি। এবারের তালিকায় মাইকেল জ্যাকসনের পর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন এলভিস প্রিসলি ও রে মানজারেক।
মাইকেল জ্যাকসন মারা যান ২০০৯ সালের ২৫ জুন। তিনি ছিলেন একাধারে সংগীতশিল্পী, গীতিকার, নৃত্যশিল্পী ও অভিনেতা।