
গত বছর ব্রাজিলের বিখ্যাত কোপাকাবানা সমুদ্রসৈকতে ঝড় তুলেছিলেন ম্যাডোনা। এবার রিও ডি জেনিরোবাসী আছেন ‘গাগা-ঝড়’-এর অপেক্ষায়। আজ রাতে সমুদ্রসৈকতের উন্মুক্ত মঞ্চে কনসার্ট করবেন লেডি গাগা। তাঁর আগে গতকাল শুক্রবার রাতে করেন অনুশীলন। আজ শনিবার রাতে কী হবে, সেই ইঙ্গিত যেন অনুশীলনেই দিয়ে রাখলেন ৩৯ বছর বয়সী গায়িকা-অভিনেত্রী। এএফপি অবলম্বনে বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে-