লেডি গাগা। এএফপি
লেডি গাগা। এএফপি

ব্রাজিলের সৈকতে ‘ঝড়’ তুললেন গাগা

গত বছর ব্রাজিলের বিখ্যাত কোপাকাবানা সমুদ্রসৈকতে ঝড় তুলেছিলেন ম্যাডোনা। এবার রিও ডি জেনিরোবাসী আছেন ‘গাগা-ঝড়’-এর অপেক্ষায়। আজ রাতে সমুদ্রসৈকতের উন্মুক্ত মঞ্চে কনসার্ট করবেন লেডি গাগা। তাঁর আগে গতকাল শুক্রবার রাতে করেন অনুশীলন। আজ শনিবার রাতে কী হবে, সেই ইঙ্গিত যেন অনুশীলনেই দিয়ে রাখলেন ৩৯ বছর বয়সী গায়িকা-অভিনেত্রী। এএফপি অবলম্বনে বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে-

আজ রাতে কোপাকাবানার সৈকতে গাইবেন লেডি গাগা। গায়িকার নতুন অ্যালবাম ‘মেহ্যাম’-এর প্রচার উপলক্ষে এই কনসার্টে গাইবেন তিনি। এএফপি
মূল কনসার্টের আগে গতকাল রাতে কোপাকাবানা সমুদ্রসৈকতে অনুশীলন করেন গাগা, যা দেখতে ভিড় করেন অনেক দর্শক। এএফপি
গাগার অনুশীলন দেখেই উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্তরা। এএফপি
গতকাল রাতে নাচে আর গানে মঞ্চে যেন ঝড় তোলেন গাগা। এএফপি
আজ রাতের এই কনসার্ট বিনা মূল্যে দেখতে পারবেন দর্শকেরা। এএফপি
ধারণা করা হচ্ছে, কনসার্টটি দেখতে ২০ লাখ দর্শক ভিড় করতে পারেন। এএফপি
গত বছর ম্যাডোনার কনসার্ট উপভোগ করেন ১৬ লাখের বেশি দর্শক। এএফপি
অনেকবার প্রতিশ্রুতি দিয়েই ব্রাজিল সফর করতে পারেননি লেডি গাগা। তাই এবার তাঁকে নিয়ে স্থানীয় লোকজনের কৌতূহল অনেক বেশি। এএফপি
লেডি গাগার নতুন অ্যালবাম ‘মেহ্যাম’ বাজারে এসেছে গত ৭ মার্চ। এএফপি
এই অ্যালবাম নিয়ে আলাদা ট্যুর শুরু করবেন গাগা। আগামী ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের নেভাডা থেকে শুরু হবে এই ট্যুর, শেষ হবে ১৩ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে। এএফপি