উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার সুরে এর আগে বাংলা গান গেয়েছিলেন পাকিস্তানের সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। পাঁচ বছর আগে গানটি প্রকাশিত হয় প্রথম আলোর ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফর্মে। গতকাল রাতে জানা গেল, আরেকটি বাংলা গানে কণ্ঠ দিলেন পাকিস্তানের এই সংগীতশিল্পী। এবারের গানটি দ্বৈত কণ্ঠের। এতে তাঁর সহশিল্পী রুবাইয়াত জাহান। চট্টগ্রামের মেয়ে রুবাইয়াত পাকিস্তানি সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশেফকে বিয়ে করে এখন যুক্তরাজ্যে বসবাস করছেন। সেখান থেকেই তাঁরা দুজন নিয়মিত বাংলা গানের চর্চা চালিয়ে যাচ্ছেন। রাহাত ফতেহ আলী খানের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিতে ভীষণ উচ্ছ্বসিত রুবাইয়াত, জানালেন যেন চাঁদ হাতে পেয়েছেন।
কাওয়ালি গানের পাশাপাশি হিন্দি সিনেমার মেলোডি-নির্ভর গানেও রাহাত ফতেহ আলী খানকে পাওয়া যায়। এবার নতুন একটি বাংলা গানে পাওয়া যাচ্ছে তাঁকে। রাহাত ফতেহ আলী খান ও রুবাইয়াত জাহানের গাওয়া গানটির শিরেনাম ‘তুমি আমার প্রেম পিয়াসা’। কবির বকুলের লেখা এই গানের সুর ও সংগীতায়োজনে করেছেন রাজা কাশেফ। সম্প্রতি দুবাইয়ের প্লেব্যাক ক্রিয়েটিভ স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিয়েছেন রাহাত ফাতেহ আলী খান ও রুবাইয়াত জাহান। বিষয়টি নিশ্চিত করেছেন সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশেফ। গানটি প্রকাশ করবে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
রাহাত ফাতেহ আলী খানের সঙ্গে দ্বৈত গান গাইতে পেরে উচ্ছ্বসিত রুবাইয়াত জাহান জানালেন, রাজা কাশেফের সঙ্গে রাহাত ফতেহ আলী খানের যোগাযোগ রয়েছে। তিনি রাজাকে স্নেহ করেন। লন্ডনে রাহাত ফতেহ আলী খানের সঙ্গে দেখা হলে তিনি বাংলা গানের প্রতি তাঁর ভালোবাসার কথা জানান। তিনি এ–ও বলেন যে তিনি বাংলা গান গাইতে চান। যদিও এর আগে তিনি বাংলা গান গেয়েছিলেন, শ্রদ্ধেয় রুনা লায়লাজির সুরে। এবার যখন বাংলা গান নিয়ে আলাপ হচ্ছিল, তখন রাজা কাশেফ তাঁকে এ গানটি গাওয়ার প্রস্তাব দেন। তিনি রাজি হয়ে গেলেন। এবং খুব আন্তরিকতার সঙ্গে গানটি গাইলেন।
কথা প্রসঙ্গে রুবাইয়াত জাহান বললেন, ‘গানটিতে কণ্ঠ দেওয়ার সময় বারবার বলছিলেন, গানটির কথা, সুর ও সংগীত তাঁর (রাহাত ফতেহ আলী খান) খুব ভালো লেগেছে। আর আমার কাছে মনে হলো, আকাশের চাঁদ হাতে পেলাম। আমি মনে করি, এটা আমার জীবনের অন্যতম একটি অর্জন। আমি আমার গায়কির সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এই গানে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’
গানটির আয়োজক, সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশেফ জানালেন, খুব শিগগিরই লন্ডনের বিভিন্ন লোকেশনে গানটির ভিডিও চিত্রায়ণ করা হবে। তারপর প্রকাশ করা হবে গানটি।