করোনার শঙ্কা কেটে যাওয়ায় তারকাদের সুযোগ হয়েছে ঘর থেকে বের হওয়ার। কেউ শুটিং করছেন, কেউ পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছেন। কেউ নতুন, কেউবা পুরোনো দিনের ছবি দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন। বরণ করছেন নতুন বছর ১৪৩০-কে। ফেসবুক পোস্টে কেমন ছিল তারকাদের পয়লা বৈশাখ!