জন্মদিনে পরমব্রতর দুর্লভ কিছু ছবি

ধারাবাহিক ‘হাফ চকলেট’-এ সবার নজর কেড়েছিলেন তিনি। এরপর ২০০২ সাল থেকে বাংলা চলচ্চিত্রজগতে অবাধ বিচরণ শুরু হয় তাঁর। তিনি অভিনেতা, পরিচালক, প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়। বাণিজ্যিক ছবির পাশাপাশি ভিন্নধারার ছবি বা রিমেকের বাইরে যে মৌলিক ঘরানার ছবি বাংলাতে হচ্ছে, সেখানে পরমব্রতর উপস্থিতি চোখে পড়ার মতো। আজ এ অভিনেতার জন্মদিন। এদিনে রইল তাঁর দুর্লভ কিছু ছবি, সঙ্গে জানা-অজানা কিছু তথ্য।

১৯৮০ সালের ২৭ জুন কলকাতায় জন্মগ্রহণ করেন পরমব্রত চট্টোপাধ্যায়। বাবা সতীনাথ চ্যাটার্জি এবং মা সুনেত্রা ঘটক দুজনেই সংস্কৃতিজগতের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত।
ইনস্টাগ্রাম
স্থানীয় দোলনা ডে স্কুল এবং পরে কলকাতার পাঠভবন থেকে স্কুলশিক্ষা সমাপ্ত করে তিনি ইংরেজি সাহিত্য নিয়ে যাদবপুর থেকে মাস্টার ডিগ্রি অর্জন করেন
সিনেমায় অভিনেতা হিসেবে যোগদান করার পরে তিনি যুক্তরাজ্যের ব্রিস্টল থেকে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেন এবং বেশ কিছু ছবি পরিচালনা করেন
২০০২ সালে ‘হেমন্তের পাখী’ ছবি দিয়ে এই অভিনেতার চলচ্চিত্রজীবন শুরু। এরপর সন্দীপ রায়ের ‘বোম্বাইয়ের বোম্বেটে’ ছবিতে তোপসের ভূমিকায় অভিনয় করে তিনি সবার নজরে আসেন
একে একে ‘বং কানেকশন’, ‘দোসর’ ইত্যাদি জনপ্রিয় ছবিতে অভিনয় করে তিনি সবার প্রশংসা পান
মূলধারার বাণিজ্যিক ছবিতে প্রবেশ করেন সহ–নায়ক হিসেবে ‘শুভদৃষ্টি’ ছবির মাধ্যমে। এই ছবি তাঁকে মূলধারার দর্শকমহলে পরিচিতি এনে দেয়। এরপর ‘ব্রেকফেল’, ‘কালবেলা’,‘বাইশে শ্রাবণ’, ‘চতুষ্কোণ’, ‘বাস্তু–শাপ’ ইত্যাদি ছবির মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান
অভিনেতা বন্ধু রুদ্রনীল ঘোষ ও পরমব্রত দুজন মিলে ২০১১ সালে ওয়ার্কশপ প্রোডাকশন প্রাইভেট লিমিটেড নামে একটি প্রযোজনা সংস্থা চালু করেন
বলিউডেও পা রেখেছেন ২০১২ সালে ‘কাহানি’ দিয়ে। এরপর ‘গ্যাংস অব ঘোস্ট’, ‘ইয়ারা সিলি সিলি’, ‘ট্রাফিক’, ‘পরি’-তে অভিনয় করেছেন
বন্ধুর রুদ্রনীলের সঙ্গে পরমব্রত
এ ছবিটা গত জন্মদিনে নিজেই শেয়ার করেছেন পরমব্রত