Thank you for trying Sticky AMP!!

চলে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা

ঐন্দ্রিলা শর্মা

পশ্চিমবঙ্গের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা মারা গেছেন। আজ রোববার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ২৪ বছর।

ঐন্দ্রিলা শর্মা

মাঝখানে অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছেন, ঐন্দ্রিলার অবস্থা স্থিতিশীল। কিন্তু ১৭ নভেম্বর জানা যায়, রক্তচাপ ওঠানামা করছে অভিনেত্রীর। সংক্রমণের জন্য কড়া কড়া ওষুধও চলছে। বৃহস্পতিবার রাত থেকেই ঐন্দ্রিলার শরীর পুরো অসাড়।

প্রথম কেমেথেরাপির সময় ছবিটি পোস্ট করেন ঐন্দ্রিলা

গত রাতে ১০ বার হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন চিকিৎসকেরা। জানিয়েছিলেন অভিনেত্রীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। অবশেষে ২০ দিনের লড়াই শেষে চলে গেলেন ঐন্দ্রিলা।

Also Read: এক রাতেই ১০ বার হৃদ্‌রোগে আক্রান্ত, সংকটজনক অবস্থায় ঐন্দ্রিলা

দুইবার ক্যানসারের চিকিৎসার পর সুস্থ হয়ে কাজে ফিরেছিলেন ঐন্দ্রিলা শর্মা। সুস্থ হওয়ার পরই ছোট পর্দার জনপ্রিয় শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে হাজির হয়েছিলেন। তাঁর ক্যানসার জয়ের গল্প অনুপ্রাণিত করেছিল ভক্তদের। এরপর জি-বাংলা অরিজিনালের ছবি ‘ভোলে বাবা পার করেগা’-তে দেখা গিয়েছিল তাঁকে। ‘ভাগাড়’ ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঐন্দ্রিলা।

Also Read: স্ট্রোক করে ভেন্টিলেশনে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা