২৫ কেজি ওজন বাড়িয়ে...

চরিত্রের প্রয়োজনে অভিনয়শিল্পীদের ওজন কমানো-বাড়ানো নতুন কিছু নয়। চরিত্রের প্রয়োজনে ২৫ কেজি ওজন বাড়িয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ‘ফাটাফাটি’ ছবির জন্য এই ওজন বাড়িয়েছেন তিনি। ছবিটি ১২ মে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এবিপি আনন্দ, সংবাদ প্রতিদিন অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক ঋতাভরীর ওজন বাড়ানোর গল্প।
‘ফাটাফাটি’ ছবিতে ঋতাভরী ও আবীর চট্টোপাধ্যায়কে জুটি হিসেবে দেখা গেছে
ইনস্টাগ্রাম
এই ছবিতে নিজের চরিত্রের জন্য ২৫ কেজি ওজন বাড়িয়েছেন ঋতাভরী। ওজন বাড়াতে প্রচুর চর্বি আর শর্করাযুক্ত খাবার খেতে হয়েছে তাঁকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাধারণত যে পরিমাণ খাবার আমি খাই, তার চেয়ে অনেক বেশি খেতে হচ্ছিল। একটা সময় পর শরীর আর নিতে পারছিল না। নিজেকে তখন দুর্বল মনে হতো। শুনে মনে হয়, ওজন বাড়ানোটা বেশ আনন্দের ব্যাপার। কিন্তু আদতে মোটেও তা নয়। ওই সময় সিঁড়ি দিয়ে একতলা উঠতেও আমি ক্লান্ত হয়ে যেতাম। শুটিং সেটেও ক্লান্ত থাকতাম। অধিকাংশ সময় আমার শরীরে এক অদ্ভুত ক্লান্তি ঘিরে থাকত’
ছবিতে তাঁর লুক দর্শককে চমকে দিয়েছে। এ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেছেন, ‘আমার পরিশ্রমের ফল সবার সামনে আসার পর সবার যে ভালোবাসা, সম্মান আর প্রশংসা পেয়েছি, তা আমি কখনোই ভুলব না’
সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর আগের ও ওজন বাড়ানোর পরের একটি ছবি শেয়ার করেছেন ঋতাভরী। যা দেখে চমকে গেছেন তাঁর অনেক ভক্ত-অনুসারী। অনেকেই চরিত্রের প্রতি তাঁর নিবেদনের প্রশংসা করেছেন