পাঁচমিশালি

ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচমিশালি’ দেখানো হবে চাঁদরাতে এনটিভিতে। অনুষ্ঠান শুরু হবে রাত সাড়ে ১১টায়। এতে থাকছে সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার গান, জুয়েল আইচের জাদু, তারিন ও রেসির নাচ, মিউজিক ভিডিওতে শখ ও নিলয়ের অভিনয়। আরও থাকছে প্রজাপতি চলচ্চিত্রের গান।