বিয়ের কথা বললেন শখ-নিলয়

বিয়ের পর শখ-নিলয়
বিয়ের পর শখ-নিলয়

অভিনয় ও মডেলিং জগতের আলোচিত আনিকা কবির শখ ও নিলয় আলমগীর বিয়ে করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শখের পুরাণ ঢাকায় বাসায় তাঁদের এই বিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে উভয় পরিবারের ঘনিষ্টজনেরাই শুধু উপস্থিত ছিলেন।

বিয়ের পর শখ ও নিলয়

প্রথম আলোর কাছে আজ শুক্রবার সকালে নিজেদের বিয়ের কথা স্বীকার করেন শখ ও নিলয়। বললেন, হঠাৎ করেই পুরো কাজটা হয়েছে। আমাদের দুজনের পরবর্তী জীবনের জন্য সবাই দোয়া করবেন।