নাদিয়ার নতুন বাসা, সাফার শর্ষে ফুল,শাওনের ‘ভাল্লাগে না’ ছবি
বিনোদন ডেস্ক
গল্প কিংবা আড্ডা, ঘরে-বাইরে শুটিং—যেখানে যা-ই ঘটুক, তারকারা তাঁদের ভালো লাগার নানা মুহূর্ত, অনুভূতি সবার আগে ভক্তদের সঙ্গে ফেসবুকে ভাগাভাগি করেন। ছবিই বলে দেয় তারকাদের মনের কথা, তাঁদের কাজের কথা। তারকাদের ফেসবুকের পাতা থেকে দেখুন তেমন কিছু ছবি—
অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে জয় গোস্বামীর কবিতা ফেসবুকে ভাইরাল হয়েছে। সেই কবিতার লাইন ভক্তদের সঙ্গে ভাগাভাগি করলেন আরেক অভিনেতা রওনক হাসান। মোশাররফ করিমের ছবি পোস্ট করে রওনক লিখছেন, ‘‘‘অভিনেতাই যখন সাক্ষাৎ ঈশ্বর।’’’-জয় গোস্বামী। ছবি: সংগৃহীতঅভিনেতা ফারুক আহমেদ লিখেছেন, ‘সম্ভবত জ্ঞানই মানুষকে গালি থেকে নিবৃত্ত রাখে।’ ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
অভিনেত্রী ও পরিচালক মেহের আফরোজ শাওন ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ইহা হয় একটি ‘ভাল্লাগে না’ ছবি।’ ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
সবুরে মেওয়া ফলে। সেটাই কাজে লেগেছে জান্নাতুল পিয়ার। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘প্রতিটি বিলম্ব প্রায়ই আশীর্বাদ হয়ে আসে।’ ছবি: সংগৃহীতশর্ষেখেতে সাফা কবির। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘হে শর্ষে ফুল/হলুদ রূপসী তুমি/আমার মনের দুল/প্রিয় শর্ষে ফুল।’ ছবি: সংগৃহীতছবিটি পোস্ট করে অভিনেত্রী সালহা খানম নাদিয়া লিখেছেন, ‘আমার নতুন বাসা।’ ছবি: সংগৃহীতখুলনায় ভালোবাসা দিবসের নাটকের শুটিং করছেন গায়িকা পড়শী। সেই শুটিং থেকে চরিত্রের লুকে ফেসবুকে দেখা দিলেন। লিখলেন, ‘আসছি ভালোবাসা দিবসে।’ ছবি: সংগৃহীতঅভিনেত্রী শানারেই দেবী শানু ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘জেনে রাখো মন, দৌড়ে পালায় সবাই, দেখলেই যন্ত্রণার হাহাকার, দুনিয়া তো ছুটে শুধু দেখে, ঝলমলে রঙের বাহার।’ ছবি: সংগৃহীত