ঈদের ছুটির এই সময়টা পরিবার-পরিজনদের সঙ্গে কাটাচ্ছেন তারকারা। টেলিভিশন নাটক, গান ও চলচ্চিত্রের তারকারা ঈদের খুশি সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখে নিই কেমন ছিল তারকাদের ঈদের দ্বিতীয় দিন।
বাসার মধ্যেই কি ঈদ কাটছে তাসনিয়া ফারিণের? এই প্রশ্ন ভক্তদের। এই অভিনেত্রী ঈদের দ্বিতীয় দিন ছবিটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে লিখেছেন, ‘অন্যের জন্য নিজের আলোকে কখনো ঝাপসা করবেন না। ঈদ মোবারক।’ এটাই তাঁর ঈদের পর প্রথম শেয়ার করা ছবি। ছবি: ফেসবুক থেকে সংগৃহীতঈদের সময়টায় কোনো ব্যস্ততা নেই। তাই ঘুরতে বেরিয়েছেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘রাস্তায় চলাচলে সাবধান থাকুন। অনেক দুর্ঘটনার সংবাদ পাচ্ছি। ঈদের ঘোরাঘুরির আনন্দটা এখনো ফিকে হয়নি।’
বিজ্ঞাপন
বিকেলটা বাসাতেই কাটিয়ে দিলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘বিকেলে ছাদে।’
বিজ্ঞাপন
ঈদটা ভালোই কাটছে চিত্রনায়িকা ঐশীর। ঈদে তাঁর অভিনীত ‘আদম’ সিনেমা মুক্তি পেয়েছে। প্রথম শোটিই ছিল হাউসফুল। খুশিতে এই অভিনেত্রী লিখেছেন, ‘দিন শেষে সবার জন্য অন্তর থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা।’নিজের মতো করেই ঈদের সময়টা কাটাচ্ছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পরিবারের সদস্যদের সময় দিচ্ছেন। ছবিটি পোস্ট করে মেহজাবীন লিখেছেন, ‘উরসুলা, ফ্লটসম, জেটস্যাম।’ বোঝা গেল না তারা কে। মেহজাবীনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘ছবিতে আমার সঙ্গে দুই বোন। একজনের নাম কায়নাথ কারিম চৌধুরী, অন্যজন মোকাদ্দেস মালাইকা চৌধুরী।’