মম, মিম, বাঁধন, মেহজাবীনসহ অভিনয়ের অঙ্গনে আলো ছড়ানো তারকাদের অনেকেরই পথচলা শুরু লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে। তাঁদের কারও পথচলা দুই দশকের আবার কারও এক–দেড় দশকের। এ সময়ে তাঁদের অনেকেই অভিনয় ও মডেলিং দিয়ে নিজেদের অবস্থানের বিস্তার করছেন। জানা গেল, আবার শুরু হচ্ছে রিয়েলিটি শো লাক্স সুপারস্টার প্রতিযোগিতা। এরই মধ্যে শুরু হয়েছে প্রতিযোগীদের নাম নিবন্ধন। ১৮ থেকে ২৭ বছর বয়সী আগ্রহী নারীরা এ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারেন। তাঁদের মধ্য থেকেই কেউ কেউ হয়ে উঠবেন মম, মিম, বাঁধন ও মেহজাবীনদের উত্তরসূরি।
২০০৫ সালে প্রথমবার অনুষ্ঠিত হয় লাক্স সুপারস্টার প্রতিযোগিতা। ২০১৮ সালে অনুষ্ঠিত সর্বশেষ লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হন মিম মানতাসা। এরপর এই প্রতিযোগিতার আর কোনো আয়োজন হয়নি। সে হিসেবে সাত বছর পর আবার তারকা খোঁজার এ আয়োজন শুরু হচ্ছে।
২০০৫ সালে অনুষ্ঠিত প্রথমবারের লাক্স সুপারস্টার প্রতিযোগিতার প্রথম আসরে শ্রেষ্ঠত্বের মুকুট জিতে নেন শানারেই দেবী শানু। এরপর যথাক্রমে সেই প্রতিযোগিতা থেকে উঠে আসেন জাকিয়া বারী মম, আফসান আরা বিন্দু, আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী, মৌসুমী হামিদ, টয়া, নাদিয়া মিম ও মিম মানতাসার মতো তারকারা। লাক্স সুপারস্টার প্রতিযোগিতার পর তাঁদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নিয়মিত কাজ করছেন বিজ্ঞাপনচিত্র, নাটক, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে। ২০১০ সাল পর্যন্ত এই প্রতিযোগিতা টানা অনুষ্ঠিত হলেও এরপর অনিয়মিত হয়ে পড়ে। এক বছর বিরতি দিয়ে ২০১২ সালে ফিরলে আবার দুই বছরের জন্য বন্ধ হয়ে যায়। ২০১৪ সালের পর এই আয়োজনের বিরতি ছিল চার বছরের।
লাক্স তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ৬ মে শুরু হয়েছে প্রতিযোগিতার নাম নিবন্ধন। www.luxsuperstar.com ওয়েবসাইট ভিজিট করে ১৮ থেকে ২৭ বছরের আগ্রহী নারীরা নাম নিবন্ধন করতে পারবেন। বর্তমান সময়ের কথা মাথায় রেখে পরিবর্তন আনা হয়েছে রিয়েলিটি শোর ফরম্যাটে। অভিনয় ও স্টাইলিংয়ের পাশাপাশি এবার যুক্ত করা হয়েছে কনটেন্ট নির্মাণের যোগ্যতার বিষয়ও।
লাক্স সুপারস্টারের এবারের আয়োজনে যুক্ত হয়েছেন অভিনেত্রী জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও নির্মাতা রায়হান রাফী। গতকাল শুক্রবার লাক্সের ফেসবুক পেজে শেয়ার করা ভিডিওতে এমনটা জানানো হয়। সেই ভিডিও শেয়ার করে মেহজাবীন চৌধুরী লেখেন, ‘২০০৯–এ যখন আমি লাক্স সুপারস্টারে রেজিস্ট্রেশন করলাম, সত্যি বলতে আমিও তখন একটু নার্ভাস ছিলাম। এত বড় একটা প্ল্যাটফর্ম, বড় বড় মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করা, সবটা নিয়েই। কিন্তু এই প্ল্যাটফর্মই আমাকে সাহস দিয়েছে এত দূর আসার। এবার যারা অংশগ্রহণ করছ, তাদের সঙ্গে আমি থাকব শুরু থেকে শেষ পর্যন্ত।’
লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ীরা এর আগে নানা ধরনের পুরস্কারের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন।