‘তুই লম্বা তুই নিচে দাঁড়াবি, আমি ওপরে দাঁড়াব’

তারকাদের দিনটি ছিল অন্য রকম। কখন মেকআপ নেবেন, কখন শুটিং শুরু, বাড়ি ফেরাইবা কখন—এসব নিয়ে কোনো ব্যস্ততা ছিল না। বরং আড্ডা, হইহুল্লোড় আর খোশমেজাজেই দেখা গেল শতাধিক অভিনয়শিল্পীকে। তাঁদের কারও সঙ্গে দুই বছর পরে দেখা হচ্ছে। কারও সঙ্গে এক যুগ! কেউ বন্ধু কেউ ভাই বলে একে অন্যকে আলিঙ্গন করছেন, খোঁজখবর নিচ্ছেন। নবীন-প্রবীণ সবার মেলবন্ধন হয়ে ওঠা তারকাদের গতকালের এই আড্ডা, হইহল্লোড় জমতে সময় নিল না। অভিনয়শিল্পী সংঘের ‘অ্যাক্টর ইকুইটি ডে’র এই পিকনিক ও আনন্দ আয়োজন সকাল থেকে রাত পর্যন্ত এভাবেই গল্প–আড্ডায় মাতলেন তারকারা।
অনুষ্ঠানের সন্ধ্যার দিকে সহধর্মিণীকে নিয়ে হাজির হয়েছিলেন অভিনেতা আবুল হায়াত। বললেন, ‘প্রিয় মানুষদের ছেড়ে দূরে থাকি কী করে’
ছবি: কবির হোসেন
একসঙ্গে মোশাররফ করিম ও রোবেনা রেজা দম্পতি। রোবেনাকে ফ্রেমবন্দী করার সময় ফটোগ্রাফার বললেন, মোশাররফ ভাইকে ডাকি। রোবেনা নিজেই মজা করে বললেন, ‘তাঁদের মোশাররফ ভাই আসেন’
অভিনয়শিল্পী সংঘের অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে এসেছিলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার
ইরেশ যাকের বললেন, ‘আমার এখানে একটা ছবি ওঠাও’
স্বাগতা বললেন, ‘আমার কত ছবি ওঠায়। আমি আগের মতোই আছি। সেগুলোই তো ভালো ছবি। শুধু মাঝে আমার পাঁচ কেজি ওজন বেড়েছে’
মৌসুমী হামিদের সঙ্গে ফ্রেমবন্দী হবেন না সজল। বললেন, ‘তুই লম্বা। তুই নিচে দাঁড়াবি, আমি ওপরে দাঁড়াব।’ পরে একসঙ্গে ধরা দিলেন তাঁরা
দীব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি মা–বাবাকে ফোনে খুঁজে যাচ্ছিলেন। তাঁরা ছিলেন ভেতরে। পরে তাঁদের না পেয়ে একসঙ্গে দাঁড়িয়ে গেলেন ক্যামেরার সামনে। বললেন, মা–বাবা থাকলে ভালো হতো। আমাদেরই ছবি তোলেন’
বলা যায়, একসঙ্গে তিন প্রজন্ম—মামুনুর রশীদ, মৌসুমী হামিদ ও সজল। আগ্রহ নিয়ে তরুণের পাশে দাঁড়ালেন মামুনুর রশীদ। বললেন, ‘আমাকে বাদ রাখছেন কেন?’
মেয়ের সঙ্গে তাহমিনা মৌ। বললেন, ‘আমার মেয়ের সঙ্গে ছবি তোলেন।’
অনেক দিন পরে দেখা, তাই আড্ডা দিচ্ছিলেন শেলী আহসান, জয় রাজ ও সমু চৌধুরী। জয়রাজ ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমায় খলচরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তাঁদের আলোচনার বিষয়ই ছিল সেটাই