
গ্রামের সহজসরল মেধাবী ছেলে হাবিবুর রহমান। স্কলারশিপ পেয়ে অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পেয়ে যায় সে। কোনো দিন রাজধানী ঢাকায় যায়নি যে ছেলে, সে কি না পড়ালেখা করতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। সেখানে পৌঁছানো পর্যন্ত নানা রকম হাস্যকর ঘটনা ঘটতে থাকে হাবুর সঙ্গে। এ গল্প নিয়ে বৈশাখী টিভিতে দেখা যাবে ঈদের সাত পর্বের ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’।
বৈশাখী টিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের ৭ দিন রাত ১০টা থেকে দেখানো হবে ‘হাবুর স্কলারশিপ’ নাটকটি। টিপু আলমের লেখা নাটকটি পরিচালনা করছেন আল হাজেন। হাবুর চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত। তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। বেশ কয়েকজন দেশীয় অভিনয়শিল্পীর পাশাপাশি এ নাটকে অভিনয় করেছেন অন্তত ২০ জন বিদেশি অভিনয়শিল্পী। নাটকটির শুটিং হয়েছে অস্ট্রেলিয়ায়।
নাটকে দেখা যাবে ধনীর সন্তান মারজানও পড়ালেখা করতে একই বিমানে অস্ট্রেলিয়া যাচ্ছে। হাবুর সঙ্গে একই বিশ্ববিদ্যালয়ে পড়বে সে। বিস্মিত মারজান ভাবে, এত বোকা, সহজসরল একটি ছেলে কীভাবে এত নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেল! হাবু এবং মারজানের অস্ট্রেলিয়ার জীবনের হাস্যরসাত্মক কাহিনি নিয়ে নাটকটি ঈদে বিনোদন ও বিশেষ বার্তা দেবে দর্শকদের।