তিশার প্রাণখোলা হাসি ও নতুন ৫ ছবি

অভিনেত্রী, প্রযোজক নুসরাত ইমরোজ তিশা সব সময়ই নিজের ভিন্ন ভিন্ন আবহে ভক্তদের চমকে দেন। রোববারও দিলেন। ফেসবুকে একসঙ্গে পাঁচটি নতুন ছবি শেয়ার করেছেন তিনি। দেখে নিই সেসব ছবিসহ আরও কিছু ছবি।
সব কটি ছবিতেই তিশার পরনে লাল পোশাক
ছবিগুলোর সঙ্গে লিখেছেন, ‘হাসি, বিনা মূল্যের থেরাপি’
হাসি, লাল রং আর তিশার উজ্জ্বল উপস্থিতিই যেন ভক্তদের জন্য নিখরচায় থেরাপি হয়ে উঠেছে
রাত ৮টা ১৮ মিনিটে দেওয়া ছবিগুলোতে প্রায় ১০ হাজার রিঅ্যাক্ট হয়েছে
মন্তব্য জমা হয়েছে ১ হাজার ৩ শ
ঠিক ১ মাস আগে অথ্যাৎ ৩১ জুলাইয়ে ছবি শেয়ার করেছিলেন তিশা
এই স্থিরচিত্র পোস্ট করে নুসরাত ইমরোজ তিশা ক্যাপশনে লিখেছেন, ‘হাসিমুখে থাকো, দুশ্চিন্তা দূরে রাখো’
নতুন কোনো নাটকে দেখা না গেলেও তিশাকে সর্বশেষ বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ উপস্থাপনায় দেখা গেছে
এবারের ‘আনন্দমেলা’য় তিশার উপস্থাপনা প্রশংসিত হয়েছে
গেল মাসে এ ছবি শেয়ার করেছেন তিশা
নতুন কাজের ধারাবাহিকতা না থাকলেও ভক্তদের সঙ্গে যোগাযোগ কিন্তু ঠিকই আছে, ‘সোশ্যাল মিডিয়ার কারণে চাইলেও এখন আর দূরে থাকা সম্ভব নয়। ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, অল্প বা বড় পরিসর—যেটাই হোক, একবার সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আর বের হওয়া সম্ভব নয়। আমিও বের হতে পারিনি। ফেসবুক, ইনস্টাগ্রামের থ্রুতে ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষা হচ্ছে। বিভিন্ন মুহূর্তের খবর তাঁদের সঙ্গে শেয়ার হচ্ছে।’ এক সাক্ষাৎকারে বলেছিলেন তিশা