নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য ছবি পোস্ট করেন তারকারা। সেসব ছবি অনেক সময় বলে দেয় তারকাদের মনের কথা, কাজের কথা। ভক্তদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে জেনে নেওয়া যাক তারকাদের যাপিত জীবনের গল্প।
বাংলা নাটকের অন্যতম ব্যস্ত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ছবিটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘“কদমবনে বৃষ্টি” নাটকের বৃষ্টিমনি।’ তাঁর ‘কদমবনে বৃষ্টি’ নাটকটি এবারের ঈদে প্রচারিত হয়েছে। এই নাটকে তাঁর বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এ ছাড়া ঈদের আরও বেশ কিছু নাটকে দেখা গেছে এই অভিনেতাকেছবিটি পোস্ট করে অভিনেত্রী সাদিয়া আয়মান ক্যাপশনে জুড়ে দিয়েছেন ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’ সিনেমার ‘মনে কী রয়েছে বধূ’ গানের দুটি লাইন , ‘মনে কী রয়েছে বধূ মুখে যদি বলো, দক্ষিণ হাওয়ার কাছে কথা রয়ে গেল।’ চার বছরের ক্যারিয়ারে ‘ফুলের নামে নাম’, ‘প্রেম কাহিনী’, ‘নরসুন্দর’সহ বেশ কয়েকটি টিভি নাটক করেছেন এই অভিনেত্রী। এবারের ঈদেও ‘বাবুইপাখির বাসা’, ‘দই ফুচকা’, ‘ডুবসাঁতার ২’, ‘কষ্টের নাম মায়া’সহ তাঁর বেশ কয়েকটি নাটক প্রচারিত হয়েছে
চিত্রনায়িকা বর্ষা নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ভক্তদের জন্য ছবি শেয়ার করেন। রৌদ্রোজ্জ্বল দিনে ছাদে তোলা নিজের বেশ কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছেন এই অভিনেত্রী। এই ঈদে মুক্তি পেয়েছে বর্ষা অভিনীত সিনেমা ‘কিল হিম’। এই সিনেমায় অভিনয়ে তাঁর সঙ্গে আরও আছেন অনন্ত জলিল, মিশা সওদাগর প্রমুখ
বিজ্ঞাপন
অভিনেত্রী পূজা চেরি অভিনীত সিনেমা ‘জ্বীন’ মুক্তি পেয়েছে এই ঈদে। এই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয়ে আছেন অভিনেতা সজল ও রোশান। চোখে কালো চশমায় ফুলের মধ্যে তোলা নিজের বেশ কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী পূজা চেরি লিখেছেন, ‘ডু দ্য বেস্ট ইউ ক্যান। নো ওয়ান ক্যান ডু মোর দ্যান দ্যাট’ জাহারা মিতু ছবিটি পোস্ট করে সঙ্গে জুড়ে দিয়েছেন গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘তুমি আমার মনের মানুষ’ গানের এই লাইনগুলো, ‘তোমায় একনজর না দেখলে পরে, পরান আমার পুড়ে/ দেখলে পরে দুই নয়নে, তৃষ্ণা আরও বাড়ে।’ ঈদে মুক্তি পেয়েছে এই অভিনেত্রী অভিনীত সিনেমা ‘শত্রু’। এ সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী