অবকাশযাপনে সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অভিনয়শিল্পী ও মডেল তানজিন তিশা। সেখানে সাক্ষাৎকারধর্মী একটি অনুষ্ঠানে অংশ নেন। ঘোরাঘুরি ও অনুষ্ঠানে অংশ নেওয়া শেষে দেশে ফিরেছেন। এসেই শুটিংয়ে ব্যস্ত হয়েছেন এই তারকা। গত সপ্তাহে নেত্রকোনার সুসং দুর্গাপুরে গিয়েছিলেন শুটিংয়ে। সেখানকার কয়েকটি স্থিরচিত্র ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।