ক্লিকবাজি

ইলন মাস্ক নয়, আসল মাস্ক পরুন

চারপাশে কত বিচিত্র দৃশ্যই না চোখে পড়ে। দেয়াল, সাইনবোর্ড, অটোরিকশার দরজা কিংবা ট্রাকের গায়ে লেখা থাকে অমূল্য সব বাণী। বানান ভুলের নমুনাও চোখে পড়ে অহরহ। চোখের পলকে ঘটে যাওয়া বিচিত্র কোনো দৃশ্য হয়ে ওঠে হাসির কারণ। এমন মজার ছবি তুলে থাকলে পাঠিয়ে দিতে পারেন আমাদের ঠিকানায়। যত্ন করে আপলোড করা হবে ‘একটু থামুন’ বিভাগে। ই-মেইল করতে পারেন আপনার নাম, মুঠোফোন নম্বর, ঠিকানাসহ: ektuthamun@prothomalo.com

১.

এভাবে লিখলে সাহায্য পাওয়া যাবে? (সঠিক বানান: হেল্প)
ছবি: ফারহানা, মানসুরাবাদ, মোহাম্মদপুর, ঢাকা

২.

কথা সত্য

৩.

আরেক মেসি–নেইমার

৪.

বোঝাই যাচ্ছে (সঠিক বানান: নির্মাণ, সাবধান, পার্কিং, নিষেধ)

৫.

আসল মাস্ক চিনতে ভুল করবেন না