ক্লিকবাজি

কফিশপে স্ত্রী ও প্রেমিকাকে একসঙ্গে নিয়ে গেলে ৫০ শতাংশ ছাড়

চারপাশে কত বিচিত্র দৃশ্যই না চোখে পড়ে। দেয়াল, সাইনবোর্ড, অটোরিকশার দরজা কিংবা ট্রাকের গায়ে লেখা থাকে অমূল্য সব বাণী। বানান ভুলের নমুনাও চোখে পড়ে অহরহ। চোখের পলকে ঘটে যাওয়া বিচিত্র কোনো দৃশ্য হয়ে ওঠে হাসির কারণ। এমন মজার ছবি তুলে থাকলে পাঠিয়ে দিতে পারেন আমাদের ঠিকানায়। যত্ন করে আপলোড করা হবে ‘একটু থামুন’ বিভাগে। ই-মেইল করতে পারেন আপনার নাম, মুঠোফোন নম্বর, ঠিকানাসহ: ektuthamun@prothomalo.com

মনে থাকে যেন
ছবি: সামির হাসান, কালিয়া, নড়াইল
অদৃশ্য নিরাপত্তারক্ষী (শুদ্ধ বানান: সিকিউরিটি)
একটু বেশিই ব্যক্তিগত (শুদ্ধ বানান: Private)
রেফ–টা হয়তো কোথাও ঘুরতে গেছে (শুদ্ধ বানান: পার্কিং)
ছাড় তো নয় যেন ‘ছাড়’খার