ক্লিকবাজি

ধরা পড়লে যা হবে

চারপাশে কত বিচিত্র দৃশ্যই না চোখে পড়ে। দেয়াল, সাইনবোর্ড, অটোরিকশার দরজা কিংবা ট্রাকের গায়ে লেখা থাকে অমূল্য সব বাণী। বানান ভুলের নমুনাও চোখে পড়ে অহরহ। চোখের পলকে ঘটে যাওয়া বিচিত্র দৃশ্য হয়ে ওঠে হাসির কারণ। এমন মজার কোনো ছবি তুলে থাকলে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়, যত্ন করে আপলোড করা হবে ‘একটু থামুন’ বিভাগে। ই-মেইল করুন আপনার নাম, মোবাইলফোন নম্বর ও ঠিকানাসহ: ektuthamun@prothomalo.com

কবিগুরু যা বলে যাননি...
ছবি: আবদুল্লাহ ওমর, নিরালা আবাসিক এলাকা, খুলনা
একটু বেশিই খাঁটি
নিয়ম তো তৈরিই হয় ভাঙার জন্য
শর্ত প্রযোজ্য