মন কী, তা নিঃসন্দেহে একটি গবেষণার বিষয়। মন সম্পর্কে কমবেশি আমরা সবাই জানি, তবে একটা সংজ্ঞা দাঁড় করাতে গেলে সবারই বেশ ঝামেলা পোহাতে হবে। কাজেই সেই ঝামেলায় না গিয়ে আসুন কে কীভাবে মনকে সংজ্ঞায়িত করছেন, সেটাই জানার চেষ্টা করি...

আপনার কাছে মনের সংজ্ঞা কী?
প্রেমিক পুরুষ: তা ঠিক গুছিয়ে বলতে পারব না। সম্ভবত আদান-প্রদান করার মতো একটি জিনিস। যেমন আমার মনটা সাদিয়াকে দিয়ে দিয়েছি।
মন বলতে আপনি কী বোঝেন?
ভুলোমনা ব্যক্তি: মানবজীবনের নানা প্রয়োজনীয় তথ্য মনে গিয়ে জমা হয়। তবে আমার কিছু ‘মনে’ থাকে না।
মন বলতে আপনি কী বোঝেন?
স্কুলশিক্ষক: এটা দিয়ে পড়ালেখা করতে হয়। ছাত্রদের উচিত মন দিয়ে পড়া।
মন বলতে আপনি কী বোঝেন?
পাইকারী ব্যবসায়ী: আশি তোলায় সের হইলে চল্লিশ সেরে মণ। তবে এত হিসাবের দরকার হয় না, দাঁড়িপাল্লা দিয়ে মাপলেই হয়ে যায়।
মন বলতে আপনি কী বোঝেন?
তরুণী ফেসবুকার: ইউ মিন হার্ট? আমার আপলোড দেওয়া ছবিতে সবাই তো এই রিঅ্যাকশনই দেয়। কেউ হার্ট রিঅ্যাকশন না দিয়ে লাইক দিলে তাকে ব্লক করে দিই।
মন বলতে আপনি কী বোঝেন?
ফাঁকিবাজ ছাত্র: এই মুহূর্তে মনে পড়ছে না। চারটা অপশন দেওয়া যাবে?