Thank you for trying Sticky AMP!!

মাথা গরম করে দেওয়া কাকতালীয় ব্যাপার

১. হাত থেকে যখন কলম, ইরেজার, পেনসিল পড়ে যায়, তখন সেটা গড়িয়ে আয়ত্তের বাইরে এমন চিপায় গিয়া ঢোকে যে উদ্ধার করতে কোমরের বারোটা বাজে।

২. যখন কোনো কাজ করতে গিয়ে হাত নোংরা হয় বা ব্যস্ত থাকে, তখনই নাক চুলকাতে শুরু করে।

৩. চুপি চুপি কোনো রেঁস্তোরায় খেতে গেলে সেদিন রেকর্ডসংখ্যক লোকের সঙ্গে দেখা হবে।

৩. সারা দিন পর মুঠোফোনে একটু চার্জ দিতে গেলেই বিদ্যুৎ চলে যায়।

৪. সাজেশনের ১১টা প্রশ্নের ১০টা পড়ে যে একটা প্রশ্ন বাদ দিয়ে যাবেন, প্রশ্নপত্রে সেটাই সবার সামনে জ্বলজ্বল করবে।

৫. বাথরুমে গোসলে ঢুকে পুরো শরীর ভেজানোর ঠিক পরই মুঠোফোনে জরুরি কল আসে।

৬. লিফটে উঠতে গেলে দেখা যায় সেটি সর্বোচ্চ দূরত্বে অবস্থান নিয়েছে। এরপর সিঁড়ি ধরে যেই দু-এক তলা উঠতে যাবেন, সঙ্গে সঙ্গে লিফট আবার আগের অবস্থানে চলে যায়।

৭. হঠাৎ যখন পুরোনো কোনো পত্রিকার একটি বিশেষ পৃষ্ঠা খুব দরকার হয়, তখন সেদিনের সব পৃষ্ঠা খুঁজে পাওয়া যায়, শুধু ওই বিশেষ পৃষ্ঠা ছাড়া।

৮. যে বাস জার্নিতে ঠিক করা হয়, একটু ঘুমিয়ে যাব; সে বাসের সামনের সিটে বসবে বমি করা পিএইচডিধারী কোনো যাত্রী, আর পেছনের সিটে বসবে তিন বাচ্চা কোলে শব্দদূষণে পারদর্শী কেউ।