Thank you for trying Sticky AMP!!

যে কারণে মুরগির দাম বেশি

নানুর চুল কেন পাকা

মাথায় তেল দিচ্ছিলেন রুবিনা।

টুনি এসে বলল, ‘মা, মাথায় তেল দিতে হয় কেন?’

রুবিনা বললেন, ‘তোমার মতো দুষ্টু মেয়ের যন্ত্রণায় মাথার চুলগুলো সাদা হয়ে যায়। তাই তেল দিয়ে সাদা চুল কালো করতে হয়।’

টুনি বলল, ‘ও আচ্ছা, তাই তো বলি নানুর মাথার চুলগুলো সব পাকা কেন!’

প্রশ্নবিষয়ক প্রশ্ন

শিক্ষক ক্লাসে এসে বললেন, ‘বাংলা ভাষায় তোমাদের দক্ষতা যাচাই করব।’

ছাত্ররা বলল, ‘কীভাবে, স্যার? পরীক্ষা?’

শিক্ষক বললেন, ‘হ্যাঁ, পরশু পরীক্ষা। প্রশ্ন বানিয়ে প্রেসেও পাঠিয়েছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো।’

ছাত্ররা বলল, ‘স্যার, প্রশ্নটা কোন প্রেসে পাঠিয়েছেন?’

মুরগি আছে তবে...

গ্রামে ঘুরতে গিয়েছেন হালিম সাহেব। দুপুরে ঢুকেছেন এক খাবারের দোকানে। মুরগি–ভাত দিতে বলার পর গরম গরম ভাত চলে এল।

খাওয়াদাওয়া শেষে টাকা পরিশোধ করার সময় রীতিমতো আঁতকে উঠলেন হালিম সাহেব।

হোটেলের বয়কে বললেন, ‘তোমাদের এখানে মুরগির দাম এত কেন? মুরগি কি পাওয়া যায় না?’

হোটেলের বয়ের মুখে সলজ্জ হাসি, ‘মুরগি পাওয়া যায়, তয় স্যার খাওয়ার মতো লোকজন পাওন যায় না।’

মূল্য ফেরত

নিজের আয়ু সম্পর্কে জানতে জ্যোতিষীর কাছে গেলেন বদরুল সাহেব।

বদরুল: আমার আয়ু সম্পর্কে কী বলবেন?

জ্যোতিষী: হাতের আয়ুরেখা বলছে, আপনি ১০০ বছর বাঁচবেন।

বদরুল: তার আগে মরে গেলে?

জ্যোতিষী: মূল্য ফেরত নিয়ে যাবেন।

Also Read: ফুটবল দিয়ে ছক্কা মারা যায়?